বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

সেলফিতেই বাজিমাত, তলে তলে সব আপস হয়ে গেছে’

Reporter Name / ২৮৭ Time View
Update : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

দিল্লি কিংবা যুক্তরাষ্ট্রসহ সবার সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব রয়েছে, কারও সঙ্গে শত্রুতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “এক সেলফি দিল্লিতে, আরেক সেলফি নিউইয়র্কে। এই দুই সেলফিতেই বাজিমাত। কোথায় নিষেধাজ্ঞা, কোথায় ভিসানীতি? তলে তলে সব আপস হয়ে গেছে।”

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে সাভারের আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের দিল্লিকে দরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “আমরা আছি, দিল্লিও আছে। দিল্লি আছে, আমরা আছি। শত্রুতা কারও সঙ্গে নেই, সবার সঙ্গে বন্ধুত্ব।”

তিনি আরও বলেন, “নির্বাচন যথাসময়েই হবে। এই মাস থেকে খেলা শুরু। আগামী মাসে সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। বিএনপি এখন ফাউল করছে। ফাউল করলে হলুদ কার্ড, ফাউল করলে লাল কার্ড।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচন করবে না। না করুক। তারা এতদিন কোথায় ছিলেন? খালেদা জিয়া বছরের পর বছর জেলে, তার জন্য একটা আন্দোলনও করতে পারলেন না।”

বিএনপির প্রতি অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, “২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা চালানো হয়েছিল। কারা করেছে এই কাজ? হাওয়া ভবন। খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া। আজ তারা বড় বড় কথা বলে।”

বিএনপির প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “খালেদা জিয়ার ওপর একবারও কি কোনো হামলা হয়েছে? আওয়ামী লীগ তা করে না। হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না।”

যতই ষড়যন্ত্র করা হোক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা নিষেধাজ্ঞা, ভিসানীতির পরোয়া করি না। আমরাও শান্তিপূর্ণ নির্বাচন চাই। তাহলে কেন ভিসানীতি, কেন নিষেধাজ্ঞা। কেউ নিষেধাজ্ঞা দেবে না। নিষেধাজ্ঞার হুমকি-ধমকি শেষ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর