আফগানিস্তানকে হারানোর পর সাকিবপত্নীর রহস্যজনক স্ট্যাটাস
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভ যাত্রা। বোলারদের দারুণ বোলিংয়ে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানরা। ৯২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিবের দল। টাইগাররা জয় নিশ্চিত করার কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে ‘রহস্যজনক’ স্ট্যাটাস দেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
শনিবার (৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিশির একটি ইমোজি দিয়ে কাউকে বলতে চেয়েছেন-চুপ থাকো বা শান্ত থাকো। সাকিবপত্নীর এমন রহস্যজনক স্ট্যাটাস নিয়ে ইতোমধ্যেই নেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। কাকে উদ্দেশ্য করে এমন ইমোজি দিয়েছেন তিনি সেই প্রশ্নও অনেকেরই।
ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল এবং সাকিবকে নিয়ে যারা সমালোচনা করেছিলেন, তাদেরই মুখ বন্ধ রাখতে বলেছেন তিনি।
এর আগে, রোববার (১ অক্টোবর) মজার ছলে সাকিবকে ‘মীর জাফর’ সম্বোধন করেও স্ট্যাটাস দিয়েছিলেন শিশির। সেখানে তিনি লেখেন, মীর জাফর এই তালিকায় ঢুকল কি করে। এটা নকল হতে পারে। মূলত, মজার ছলেই সাকিবের স্ত্রী এই ক্যাপশন দিয়েছেন।