শাকিবের নায়িকা হওয়ার পর টলিউড থেকে ডাক পাচ্ছি: ইধিকা
ওপারের ছোটপর্দার পরিচিত মুখ হলেও টলিউডে সুবিধা করতে পারছিলেন না ইধিকা পাল। এরইমধ্যে ঢালিউডে সুযোগ আসে তার। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে দেখা যায় তাকে।
ছবিটি ভাগ্য বদলে দিয়েছে তার। শাকিবের বদৌলতে এখন টলিউডের সিনেমায়ও ডাক পাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান ইধিকা।
ইধিকা বলেন, ‘‘ওপার থেকে ‘প্রিয়তমা’র সুযোগ আসার আগে এপারে সিনেমায় কাজ খোঁজার চেষ্টায় ছিলাম। এই সূত্রে একটা কাজ আমার হয়েছে। কিন্তু সেটার এখনও শুটিং শেষ হয়নি। তবে হ্যাঁ, শাকিব খানের নায়িকা হওয়ার পর কিন্তু টলিউড থেকে ডাক পাচ্ছি।’’
তিনি আরও বলেন, ‘‘আমি টিভিতে কাজ করতাম। ছোট পর্দা। সেখান থেকে একলাফে বড় পর্দায় সুযোগ ঘটল। ‘প্রিয়তমা’ মানুষের ভাল লেগেছে। এই মুহূর্তে বাংলাদেশে সেটি একটি ব্লকবাস্টার ছবি।’’
এ সময় বাংলাদেশের মানুষের প্রশংসা করে বলেন, ‘খুবই ভালো। আতিথেয়তা ভীষণ। প্রচণ্ড খাওয়ায়। বাংলাদেশ থেকে ফিরে আমি বেশ মোটা হয়ে গিয়েছিলাম। এছাড়া, খাবার এত ভাল যে, নিজেকে কন্ট্রোল করা যায় না। তার উপর ফুডি হলে তো কথাই নেই।’
কোরবানি ঈদে মুক্তি পায় ‘প্রিয়তমা’। সিনেমাটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। পরিচালনা করেছেন হিমেল আশরাফ। রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।