চট্টগ্রামে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
চট্টগ্রামে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন।
অভিযুক্ত বাবা মো: নাছির মোল্লা (৩৫) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার পশ্চিম শৈলজালিয়া এলাকার মরহুম জলিল মোল্লার ছেলে।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম এ রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নাসির মোল্লাকে মৃত্যুদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের ২৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে মোল্লা তার কিশোরী মেয়েকে (১২) তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ওই বছরের ২৮ এপ্রিল বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। পরে ওই বছরের ২৪ জুন মোল্লাকে আসামি করে ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করে পুলিশ।
সূত্র : ইউএনবি