গোপালগঞ্জ কেন্দ্রীয় কালিবাড়ি নির্বাচন অনুষ্ঠিত সভাপতি- রমেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক পল্টন হালদার
গোপালগঞ্জ প্রতিনিধি :
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো গোপালগঞ্জ কেন্দ্রীয় কালিবাড়ি নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে চক্র প্রতিক নিয়ে ২৯৩ ভোটে বিজয়ী হয়েছে রমেন্দ্রনাথ সরকার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিপু সাহা প্রজাপতি প্রতিক নিয়ে পেয়েছে ২৪১ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ডাব প্রতিক নিয়ে ৭০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে পল্টন হালদার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিভুতী রায় পেয়েছে ১৮৬ ভোট।
শুক্রবার ১০ (নভেম্বর) সকাল থেকে শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয় ভোট গ্রহন। ১২০৯ ভোটের মধ্যে ৯২৬ ভোট ভোট কাস্ট হয় এবং সন্ধ্যা ৬টায় এ রেজাল্ট দেন নির্বাচন কমিশন।
নির্বাচনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, ওসি অপারেশন নয়ন দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতিশ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, কেন্দ্রীয় কালিবাড়ি আহবায়ক সরোজ কান্তি বিশ্বাস খোকন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন পরিমল চন্দ্র দাস। সুন্দর ও সুস্থভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে অভিমত করেন প্রধান নির্বাচক পরিমল চন্দ্র দাস ও ভোটাররা।