শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

গোপালগঞ্জে দেশের সর্ববৃহৎ শ্যামা প্রতিমা দেখতে ভক্তদের উপচে পড়া ভিড়

Reporter Name / ৩৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

দুলাল বিশ্বাস , গোপালগঞ্জ : গোপালগঞ্জে ৩২ ফুট উচ্চতার দেশের সববৃহৎ শ্যামা দেবীর প্রতিমার উপর পূজা শেষ হলেও প্রতিমা দেখতে প্রতিদিনই ভিড় করছেন হাজার হাজার ভক্তরা। দেখে বিস্মিত ও মুগ্ধ হচ্ছেন তারা। বিশালাকৃতির এ প্রতিমা তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ১৫ লাখ টাকা।
এ উপলক্ষে এখানে বসেছে মাসব্যাপি গ্রাম্য মেলা, পুতুল নাচের পার্টি। প্রতিদিনই হচ্ছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। পূরো এলাকা জুড়ে লাইটিং এর আলোতে বর্ণিল রূপে সাজানো হয়েছে। প্রতিবছর পূণ্য লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা মহা ধুমধামে এ পূজার আয়োজন করেন। তবে এ বছর সম্পূর্ণ ব্যতিক্রমভাবে এ পূজার আয়োজন করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী উত্তরপাড়া গ্রামবাসী। বোড়াশী উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ১১ জন প্রতিমাশিল্পী দুর্গাপূজার দশমী থেকে রয়ে যাওয়া খড়, চট, মাটি, বাঁশ-কাঠ, তুষ, শোলা দিয়ে যেন জীবন্ত করে তৈরি করছেন এ প্রতিমা। তবে এসব প্রতিমাশিল্পীর মজুরি কম হলেও বাপ-দাদার আদি পেশায় কাজ করাই তাদের নেশা। অন্যদের আনন্দিত হতে দেখে তারা আত্মতৃপ্তি পান।
৩২ ফুট উচ্চতার বড় ধরনের এ প্রতিমা দেখতে বোড়াশী উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভিড় করছেন নানা বয়সের মানুষ। বিভিন্ন এলাকায় বড় আকারের প্রতিমা তৈরি হলেও এত বড় প্রতিমা আগে দেখেননি গোপালগঞ্জবাসী। দেশের মঙ্গলসহ সবার মনোবাসনা পূর্ণ হয় এটাই চাওয়া ভক্তদের।
প্রতিমা দেখতে আসা শিউলী বিশ্বাস বলেন, ‘বোড়াশী গ্রামে এত বড় শ্যামা প্রতিমা তৈরি হচ্ছে শুনে দেখতে এসেছি। এত বড় প্রতিমা আগে কখনো দেখিনি। খুব ভালো লাগছে।
বোড়াশী গ্রামের কলেজ শিক্ষার্থী সম্পা বিশ্বাস বলেন, ‘এর আগে ২২ হাত সরস্বতি প্রতিমা দেখলেও এত উচু শ্যামা প্রতিমা এই প্রথম দেখলাম। এ ছাড়া শ্যামা পূজা উপলক্ষে এখানে মাসব্যাপী মেলার আয়োজন করেছে।
পূজা উদযাপন কমিটির সদস্য ও আয়োজক নয়ন বিশ্বাস জানান, পূজা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকভাবে করতে প্যান্ডেল, লাইটিংসহ বর্ণিল রূপে সাজানো হয়েছে। ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের পাশাপাশি নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পূজা শেষ হয়েছে। চলছে প্রতিমা দেখা ও মাসব্যাপী গ্রাম্যমেলা। এ ছাড়া নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা সহযোগিতা করছেন। প্রশাসনের রয়েছে ২০০ স্বেচ্ছাসেবক টিম। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা সম্পন্ন হয়েছে। আশা করি শান্তিপূর্ণ ভাবে মেলাও শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর