১০ টিপস লম্বা চুল পেতে
লাইফস্টাইল ডেস্ক : কোমর ছাপানো ঘন, কালো ও লম্বা চুল চাইলে খানিকটা বাড়তি যত্ন করতেই হবে চুলের। প্রাকৃতিক উপাদানের সাহায্যে চুলের যত্ন নেওয়ার পাশাপাশি মানতে হবে কিছু টিপসও। যেমন তাপ প্রদানকারী যন্ত্রের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা, ভেজা চুল না আঁচড়ানো, গরম পানি দিয়ে চুল না ধোয়া ইত্যাদি। জেনে নিন প্রয়োজনীয় আরও কিছু টিপস।
১. আমন্ড অয়েল সামান্য গরম করে চুলে ম্যাসাজ করুন। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
২. অলিভ অয়েল কন্ডিশনার হিসেবে চমৎকার। চুলে অলিভ অয়েল ম্যাসাজ করুন দুই ঘণ্টা অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।
৩. আধা কাপ আমলকীর গুঁড়া নিন। এর সঙ্গে মেশান ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল ও একটি ডিম। মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
৪. ভেজা চুলে ডিমের সাদা অংশ লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর ধুয়ে ফেলুন।
৫. শ্যাম্পু শেষে লেবুর রস মিশ্রিত পানি দিয়ে চুল ধুয়ে নিন।
৬. নিম পাতা বেটে চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৭. শ্যাম্পু শেষে চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে ফেলুন।
৮. তেলের সঙ্গে মধু মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৯. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনাকে দিতে পারে লম্বা ও ঘন চুল। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। ফল ও শাকসবজি খান বেশি করে। ওটের মতো আঁশজাতীয় খাবার খান।
১০. ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। আধা ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।