মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দুই পাশের মরণ ফাঁদ ২ শতাধিক মরা গাছ

Reporter Name / ২৬৮ Time View
Update : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দুই পাশে মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ২ শতাধিক মরা গাছ। সড়কের দুই পাশে প্রাণহীন এ গাছগুলো বছরের পর বছর ধরে কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। এতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন, চালক, যাত্রী ও পথচারীরা হচ্ছেন দুর্ঘটনার শিকার।

এ সড়কের পাঁচজুম্মা, লক্ষীপুর, কুপতলা, ধোপাডাঙ্গা, স্কুলের বাজার, ডুমেরহাট, বেড়াডাঙ্গা, নতুনবাজার সড়কে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা মরা গাছগুলোতে এখন অতিমাত্রায় পচন ধরেছে।

অধিকাংশ গাছের ডালপালায় ঘুন পোকা বাসা বেঁধেছে । বৃষ্টি ও ঝোড়ো বাতাস হলেই মরা গাছের ডালপালা ভেঙে পড়ে রাস্তার ওপর। কখনো হালকা বাতাসেও হয় একই অবস্থা। প্রায়ই গাছের ডাল ভেঙ্গে পড়ে ছোট বড় দূর্ঘটনা ঘটছে। সম্প্রতি গাছের পচাঁ ডাল পড়ে মারা গেছে দুই মটর সাইকেল আরোহী। পচাঁ ও শুকনো ডাল ভেঙ্গে যেকোনো সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটার আতঙ্ক নিয়েই এ সড়কে চলাচল করছেন যাত্রী, পথচারী, গাড়ি চালকরা।

ধোপাডাঙ্গা গ্রামের মুদি ব্যবসায়ী মমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে মানুষ ঝুকি নিয়ে চলাচল করলেও সংশ্লিষ্ট কেউ গাছ গুলো অপসারনে ব্যবস্থা নিচ্ছেন না। প্রশাসনের কাছে দ্রুত পচাঁ ও শুকনো গাছ গুলো কাটার দাবি করেন তিনি।

মোটরসাইকেল আরোহী সোহেল মিয়া জানান, প্রায় ডালপালা ভেঙ্গে দূঘটনা ঘটছে। যে কোন সময় বড় ধরনের প্রানহানির ঘটনা ঘটতে পারে। এছাড়া মরা গাছগুলো রাতারাতি চুরি হয়ে সরকারি সম্পদ নষ্ট হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান মো: আবু বকর সিদ্দিক জনসাধারনের সমস্যা হচ্ছে জানিয়ে, মরা গাছগুলো সার্ভের কাজ শেষ হয়েছে। গাছগুলো দ্রুত অপসরানের ব্যবস্থা নেয়া হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর