জাপানকে উড়িয়ে অনায়াস জয় যুবাদের
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বোলিংয়ের কোনো জবাব দিতে পারলেন না জাপানের ব্যাটসম্যানরা। তারা গুটিয়ে গেল একশর আগেই। মামুলি লক্ষ্যে ঝড় তুলে অনায়াস জয় তুলে নিলেন আশিকুর রহমান, জিসান আলমরা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে জাপানকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমির দুই নম্বর মাঠে একশ রানের লক্ষ্য স্রেফ ১১.২ ওভারে ছুঁয়ে ফেলেছে বাংলাদেশের যুবারা। বি গ্রুপে বাংলাদেশ দুই ম্যাচ খেলে দুটিতেই জিতল। প্রথমটিতে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল তারা। সম্মিলিত বোলিং পারফরম্যান্সে জাপানকে অল্পে থামায় মাহফুজুর রহমানের নেতৃত্বাধীন দল। রান তাড়ায় ফিফটি করেন আশিকুর। আসরে দ্বিতীয় ফিফটিতে দ্বিতীয়বার ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। ওপেনার আশিকুর ও জিসানের আগ্রাসী ব্যাটিংয়ে পঞ্চম ওভারেই বাংলাদেশের রান হয়ে যায় পঞ্চাশ। এর মাঝে চতুর্থ ওভারে কিফার লেকের বলে ইনিংসের একমাত্র ছক্কাটি মারেন জিসান। অষ্টম ওভারে চার্লস হাইঞ্জের আর্ম ডেলিভারিতে বোল্ড হন জিসান। ৪ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২৯ রান করেন তিনি। তার বিদায়ে ভাঙে ৭১ রানের উদ্বোধনী জুটি। এরপর চৌধুরি মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে বাকি পথ পাড়ি দেন আশিকুর। ৮ চারে ৪৫ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন তিনি। রিজওয়ান করেন ১০ রান। এর আগে টস জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টেস্ট মেজাজে খেলতে থাকা জাপান ২ উইকেট হারিয়ে পঞ্চাশ পূর্ণ করে ২৭তম ওভারে। পরে রানের গতি বাড়ানোর চেষ্টায় দ্রুত উইকেট হারাতে থাকে তারা। সাত জন বোলার ব্যবহার করেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর। প্রত্যেকেই উইকেট পান। মাহফুজুর ও আরিফুল ইসলাম নেন সর্বোচ্চ ২টি করে উইকেট। জাপানের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন নিহার পারমার। এছাড়া দুই অঙ্ক স্পর্শ করেন কাজুমা কাতো-স্টাফোর্ড (১৩) ও কিফার লেক (১৭)।
আইসিসি ক্রিকেট একাডেমির মূল মাঠে বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোর: জাপান অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.১ ওভারে ৯৯ (আদিত্য ৮, পারমার ১৮, আবে ৩, কাজুমা ১৩, হিরাতসুকা ৪, হাইঞ্জ ০, কেলি ৮, লেক ১৭, আরাকাওয়া ৩, তিওয়ারি ২*, কাকিনুমা ৮; ইকবাল ৬-৩-১৮-১, মারুফ ৭-২-১০-১, মাহফুজুর ৮.১-৩-৯-২, রোহানাত ৬-০-৮-১, পারভেজ ১০-৪-২৪-১, আরিফুল ৭-১-১৫-২, রিজওয়ান ৩-০-১৪-১) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১১.২ ওভারে ১০০/১ (আশিকুর ৫৫*, জিসান ২৯, রিজওয়ান ১০*, কাজুমা ৩-০-২৬-০, লেক ২-০-২৪-০, হাইঞ্জ ৩.২-০-৩০-১, তিওয়ারি ৩-০-১৬-০) ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আশিকুর রহমান