সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

একই দিনে মুক্তি পাবে জয়ার ২ ছবি

বিনোদন ডেস্ক : / ২৩৩ Time View
Update : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘ভূতপরী’, একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’। সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’র ট্রেলার মুক্তি পেয়েছে ১৯ জানুয়ারি। এরইমধ্যে ২০ লাখের ওপর মানুষ ট্রেলারটি দেখেছে। ছবিটিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিষান্তুক প্রমুখ। একই দিনে বাংলাদেশে জয়া অভিনীত ‘পেয়ারার সুবাস’ মুক্তির খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক ও প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেওয়ার জন্য এরইমধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতিতে নিবন্ধনও করা হয়েছে। ‘পেয়ারার সুবাস’ ছবিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, নূর ইমরান মিঠু, সুষমা সরকার প্রমুখ। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে অংশ নিয়েছিল ছবিটি। গত বছর ২৬ এপ্রিল উৎসবটিতে ছবির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়। সেখানে বেশ প্রশংসা পেয়েছিল ‘পেয়ারার সুবাস’। ২০১৬ সালে ছবিটির শুটিং শুরু হয়েছিল সিরাজগঞ্জ ও পাবনায়। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে যায়। অবশেষে ২০২০ সালে শেষ হয় চিত্রায়ণ। গত বছর ২৩ নভেম্বর ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। এরপর থেকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান নির্মাতা নুরুল আলম আতিক। বলেন, ‘ছবি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন। আমার দিক থেকে যা যা দরকার আমি প্রযোজনা প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিয়েছি। এখন প্রযোজনা প্রতিষ্ঠানই বাকি সব কিছু ঘোষণা করবে। কবে থেকে প্রচারণা শুরু করবে, কবে প্রিমিয়ার বা অন্যান্য আয়োজন করবে-সেটা তারাই বলতে পারবে। তবে ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে, আমি সেটাই জানি।’ আলফা আইয়ের সঙ্গে ‘পেয়ারার সুবাস’-এর সহপ্রযোজক চরকি। আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা দুই-তিন দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছবি মুক্তির বিষয়ে জানাব। ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেব, সেটারই প্রস্তুতি চলছে।’ একই দিন জয়া আহসানের ‘ভূতপরী’ মুক্তি পাবে পশ্চিমবঙ্গে, ‘পেয়ারার সুবাস’-এর প্রচারণায় সময় দিতে পারবেন অভিনেত্রী? শাকিল বলেন, ‘এখনো প্রায় দুই সপ্তাহ সময় আছে। দুটি ছবিকেই সময় দেবেন বলে জানিয়েছেন জয়া। আমরা শিডিউল করে তাঁকে জানাব।’ ১ জানুয়ারি থেকে নিজের ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে ‘ভূতপরী’র প্রচারণা শুরু করেছেন জয়া। ‘ভূতপরী’র একটি মোশন পিকচার শেয়ার করে লেখেন, “মানুষ মরে ভূত হবে, ভূত মরে কি পরী হয়? নতুন বছরের নতুন ভূত ‘ভূতপরী’। আসছে ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!” গত শনিবারও একটা ছবি শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘বনলতার আত্মা ভয় দেখাতে পারে, কিন্তু ক্ষতি কিছু করে না!’ এদিকে ‘পেয়ারার সুবাস’ নিয়ে বরাবরই আশাবাদী জয়া। আগে কালের কণ্ঠকে তিনি বলেছিলেন, ‘আমার প্রথম সিনেমার পরিচালক নুরুল আলম আতিক। তাঁর সঙ্গে কাজ করার সময়টা খুব উপভোগ করি। এই ছবিটা যখন করেছি, তখনো এক্সাইটেড ছিলাম। আমরা সাধারণরা সব সময় যে দৃষ্টিভঙ্গি নিয়ে ছবি দেখি, আতিক আসলে সব সময় নতুনভাবে দেখতে শেখায়, দেখায়। পুরো সিনেমায় একটা অন্য রকম ভাষা আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর