শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে আবারও পাকিস্তানকে হারালো বাংলাদেশ

স্পোর্টস: / ২৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে আবারও পাকিস্তানকে হারালো বাংলাদেশ দল। গতকাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লিগের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম রাউন্ডে পাকিস্তানকে ৩৬ রানে হারিয়েছিলো বাংলাদেশের নারীরা। টুর্নামেন্টের আরেক দল শ্রীলংকাকে দুই পর্বে যথাক্রমে- ৫ উইকেটে এবং ১ রানে হারিয়েছিলো বাংলাদেশে। ডাবল লিগের এই আসরে ৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে ফাইনালের টিকিট পায় লংকনরা। পাকিস্তানের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচটি পরিত্যক্ত হলেও, দ্বিতীয় রাউন্ডে ৩১ রানে জয় পায় শ্রীলংকা। এ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে শ্রীলংকার সরিয়ে ফাইনালের সুযোগ থাকতো পাকিস্তানের। বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ৯৬ রান করে পাকিস্তান। দলের পক্ষে সামিয়া আফসারি সর্বোচ্চ ৪৮ রান করেন। জবাবে ১৭ ওভারে ৬ উইকেটে ৯৭ রান তুলে ম্যাচ জিতে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৮ রান করে বাংলাদেশের জয়ে অবদান রাখেন সুমাইয়া আকতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর