শিরোনাম
হোমনায় পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রী মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত
কুমিল্লার হোমনায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) হোমনা শাখার উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রম বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা (মেডিসিন, গাইনি, চক্ষু) ওষুধ ও পাওয়ার চশমা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে
রোববার (৩ মার্চ) সকাল ১১ টায় হোমনা পৌরসভার ৩ নং ওয়ার্ডে হোমনা শাখার আয়োজনে এ স্বাস্থ্য কার্যক্রম অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য সেবা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, কুমিল্লা জোনের প্রোগ্রাম ম্যানেজার মো. তরিকুল ইসলাম, মুরাদনগর এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. সাইমুন ইসলাম, হোমনা শাখার ব্যবস্থাপক মো.আব্দুল রহিম,কুমিল্লা জোনাল হিসাবরক্ষক মো. রহিদুল ইসলাম,ডাঃ মো. মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, ডাঃ পারভীন আক্তার,ডাঃ মহিদ সরকার, ডাঃ নয়ন সরকার, ডাঃ জাহিদুল ইসলাম, ডাঃ লিমন সহ উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গণ এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পল্লী মঙ্গল(পিএমকে)এর ৩২১ টি ব্রাঞ্চ চলমান রয়েছে। প্রত্যেকটি ব্রাঞ্চে ধারাবাহিক ভাবে বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা কার্যক্রম কর্মসূচি ক্যাম্প চলতে থাকবে। তার ধারাবাহিকতায় হোমনা শাখায় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা মেডিকেল ক্যাম্প করা হয়েছে। পল্লী মঙ্গল (পিএমকে) এর মূল লক্ষ্য হয়েছে সাধারণ মানুষ যেন ঘরে বসেই বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা পায় সেই লক্ষ্যে কাজ করা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর