রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

বিদ্যুতায়িত স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

মোঃ লিমন বিশ্বাস, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

বাড়ির পাশের একটি খেতে সকালে মোটর দিয়ে সেচ দেওয়ার কথা ছিল মো. সাবু মোল্যার (৪০)। সকালে মোটরে লাইন দিতে যান তিনি। এ সময় বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হন সাবু মোল্যা। স্বামীকে বাঁচাতে গিয়ে মারা যান স্ত্রী সিমা বেগম (৩০)
আজ মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামের মোল্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাবুখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ সুকুমার রায় (এসআই) জানান, মঙ্গলবার সকালে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে প্রথমে সাবু মোল্যা বিদ্যুতায়িত হন। এ সময় পাশে থাকা স্ত্রী সিমা বেগম তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে স্বজনেরা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে অচেতন অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন। প্রথমে বাবুখালী বাজারে নেওয়া হয়। পরে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সিমা বেগমকে মৃত ঘোষণা করেন এবং তাঁর স্বামী হাসপাতালে ভর্তি রয়েছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, অসতর্কতার কারণে বিদ্যুতায়িত স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামী হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। পরে লাশ দাফন করেছেন স্বজনেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর