বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম

মাগুরা জেলার ৪ থানার কার্যক্রম শুরু

লিমন বিশ্বাস, মাগুরা প্রতিনিধি : / ৪০ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের অবসান ঘটলে সারাদেশের জনগন পুলিশের উপর বিক্ষোভে ফেটে পড়ে। এর পর পরই পুলিশের একটি পক্ষ কর্ম বিরতি কর্মসূচী শুরু করে । তারই ধারাবাহিকতায় মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে ৬ জুলাই হতে অদ্যবদি কর্মবিরতি পালন করা হচ্ছে। ১০ জুলাই শনিবার হঠাৎ করেই দুপুর ১.৪৫ টার সময় মাগুরা সদর থানা প্রাঙ্গনে মাগুরা জেলার দায়িত্বে থাকা সেনাবাহিনীর লেঃ কর্নেল রাকিব, মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ও জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা সম্মিলিত ভাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গতকাল শনিবার মাগুরা জেলার ৪ থানার কার্যক্রম স্বল্প পরিসরে শুরুর ঘোষনা দেন। লেঃ কর্নেল রাকিব বলেন, বর্তমানে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি আনসার ও ভিডিপি কাজ করছে। দু এক দিনের মধ্যে স্বাভাবিক ভাবে সবাই কাজ করবে। তিনি মাগুরার সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

এ সময় কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলার নেতৃবৃন্দ ছাড়াও মাগুরা জেলার সকল মিডিয়া কর্মীগন উপস্থিত ছিলেন। সম্মেলন অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা তার বক্তব্যে বলেন,” মাগুরা জেলার মানুষ খুব ভালো তাই মাগুরা জেলার থানা গুলোতে কোন প্রকার আক্রমণ হয়নি। এখানে আমরা শান্তিতে আছি।” কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাগুরা জেলা শাখার সম্বয়নয়ক মোঃ শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন,” আন্দোলনের সময় আমাদের উপর অনেক অত্যাচার করেছে। সন্ত্রাসীদের হামলায় ৪ জন নিহত হয়েছে। আর যে সকল পুলিশ সদস্য আমাদের ছাত্র সমাজের উপর অন্যায় ভাবে অত্যাচার করেছে আমরা ঐ সকল পুলিশের শাস্তি দাবি করছি আর মাগুরাতে কোন ভাবেই ঐসকল পুলিশের জায়গা হবেনা। যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিচার করতে হবে। তা নাহলে আমরা তাদের জন্য আবারো রাস্তায় নামতে বাধ্য হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর