বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম

মহাম্মদপুর উপজেলা বাবুখালী ইউনিয়নের ছাত্রসমাজের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে রাস্তা পরিষ্কার ও সংস্কার কাজ

লিমন বিশ্বাস মাগুরা প্রতিনিধি: / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে  এই উদ্যোগে ছাত্ররা নিজেরাই রাস্তা পরিষ্কার করার পাশাপাশি বেশী ভাঙা রাস্তাগুলোর সংস্কার কাজেও হাত লাগাচ্ছেন।

এছাড়াও বিভিন্ন বাজার ও টার্নিং পয়েন্টে ট্রাফিকের দায়িত্বও পালন করেন।

এই সামাজিক উদ্যোগের মাধ্যমে বাবুখালী ইউনিয়নের নাগরিকদের চলাচল নিরাপদ ও সুষ্ঠু করার লক্ষ্য নিয়ে কাজ করছেন ছাত্ররা। তাদের দাবি, যতদিন পর্যন্ত সমস্ত রাস্তা সম্পূর্ণরূপে পরিষ্কার ও সংস্কার না হবে, ততদিন পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে। ছাত্রদের এই উদ্যোগকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছেন এবং তাদের কাজকে প্রশংসা করেছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদের এই উদ্যোগকে সমর্থন জানানো হয়েছে। আশা করা হচ্ছে, ছাত্রদের এই পদক্ষেপ বাবুখালী ইউনিয়নের নাগরিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অন্যদেরও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর