বদলে গেছে দীপিকার দিন
দীপিকা পাড়ুকোনের ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। মেয়ের জন্মের এক সপ্তাহের মাথায় বাড়ি ফিরলেন রণবীর ও দীপিকা। রোববার সকাল সকাল হাসপাতালে পৌঁছে যায় তারকা দম্পতির পরিবার।
মেয়েকে নিয়ে দম্পতির বাড়ি ফেরার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে। মুম্বাইয়ের সড়কে দেখা গেছে অভিনেত্রীর গাড়ি।
যদিও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সন্তানকে নিয়ে বাড়ি ফেরেন তাঁরা। নবজাতকের ছবি তুলতে পারেননি কোনো পাপারাজ্জিও।
বর্তমানে সন্তানকে নিয়ে দারুণ ব্যস্ত এই দম্পতি। কাজ থেকে পুরোদস্তুর বিরতি নিয়েছেন নায়িকা। অন্যদিকে পিতৃত্বকালীন ছুটিতে আছেন রণবীরও। বলা চলে, মা হওয়ার পর বদলে গেছে অভিনেত্রীর দিনকাল। সেই আভাসও মিলেছে অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে।
দীপিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে আঁচ করাই যায়, নবজাতক আসার পরেই ঘুম উড়ে গেছে নতুন মা-বাবার।
কন্যাকে খাওয়ানো, ঘুম পাড়ানো এবং আবার সেটারই পুনরাবৃত্তি! ইনস্টাগ্রাম বায়োতে লিখে পরিবর্তিত জীবনের কথা জানালেন দীপিকা। বোঝাই যাচ্ছে, এখন অভিনেত্রীর সবটা জুড়ে তাঁর একরত্তি শিশু।
এ ছাড়া জন্মের পরপরই তারকা বনে গেছে দীপিকা-রণবীরের সন্তান। তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি ও বলিউড বাদশাহ শাহরুখ খান।
সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘রামলীলা’র সেটে দেখা হয়েছিল দীপিকা-রণবীরের। পরে ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ ছবিতেও অভিনয় করেন তাঁরা। দীর্ঘ ছয় বছরের প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধেন রণবীর-দীপিকা।