রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

গোপালগঞ্জে হাতকড়া নিয়ে থানা থেকে পালালো আসামী, ২ পুলিশ বরখাস্ত

গোপালগঞ্জ প্রতিনিধি : / ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হৃদয় শেখ (২২) নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকালে মুকসুদপুর থানায় এ ঘটনা ঘটে। আসামি হৃদয় শেখ উপজেলার কমলাপুর গ্রামের আলমগীর শেখের ছেলে। বরখাস্ত হওয়া ওই দুই পুলিশ সদস্য হলেন- মুকসুদপুর থানার এসএই শামিম ও কনস্টেবল মাহফুজ।
জানা গেছে, গত ২০২৪ সালে ফরিদপুরের নগরকান্দি উপজেলার দামরদী গ্রামের শাহালম মাদবরের ছেলে ভ্যানচালক আকাশ মাদবরকে (১৬) হত্যা করে তার মরদেহ গুম করে ফেলা হয়। এ ঘটনায় আকাশের বাবা বাদী হয়ে মুকসুদপুর থানায় হৃদয় শেখসহ আরও বেশ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গত মঙ্গলবার (৭ জানুয়ানী) রাত আনুমানিক সাড়ে ৮টার সময় বাদীর লোকজনের সহযোগিতায় মুকসুদপুর থানা পুলিশ আসামি হৃদয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। হৃদয়কে ওই রাতে থানায় রাখা হয়। পরদিন বুধবার জানা যায় হাতকড়া পরা অবস্থায় কোর্টে চালান করার সময় আসামি হৃদয় শেখ থানা থেকে পালিয়ে গেছে।
বিষয়টি প্রথম মুকসুদপুর থানা পুলিশ গোপন রাখলেও সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়ে যায়। এ নিয়ে উপজেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। ঘটনা জানাজানি হওয়ার পর এসআই শামিম ও কনস্টেবল মাহফুজকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জেলা পুলিশ।
মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না। আমরা লিখিত আকারে প্রেস রিলিজ দিয়েছি। সেখানে সব উল্লেখ করা আছে। গোপালগঞ্জে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আমরা ব্যবস্থা নিয়েছি। দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি যদি তাদের বিরুদ্ধে কোন ঘুষ গ্রহণ বা কাজে গাফিলতি পাই তাহলে তাদের বিরুদ্ধে নিয়মনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর