রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

পবিপ্রবি’র ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্দ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন

রাসেল পটুয়াখালী প্রতিনিধি : / ৫২ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি টিচিং হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারী এন্ড অবস্টেট্রিক্স বিভাগ কর্তৃক ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

১১ই ফেব্রুয়ারী (মঙ্গলবার) ঝালকাঠির নলছিটি উপজেলার শীতলপাড়া এলাকায় এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করেন বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিঠি উপজেলার প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল।

উক্ত ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন উক্ত অনুষদের ভেটেরিনারি টিচিং হাসপাতালের চিফ ভেটেরিনারিয়ান অধ্যাপক ড. মোঃ সেলিম আহাম্মদ, মেডিসিন, সার্জারী এন্ড অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান ড. দিব্যেন্দু বিশ্বাস, অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ লালমদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক ডা. এস এম হানিফসহ ক্যাম্পাসে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন ডাক্তারবৃন্দ এবং ডিভিএম চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ইফাদ ইশতিয়াক।

ক্যাম্পেইনে ফ্রী চিকিৎসার পাশাপাশি খামারিদের বিনামূল্যে ওষুধ বিতরন, বিভিন্ন অপারেশন যেমন, খটকা, মুরগীর পোষ্ট মর্টেম, গরুর আঁচিল, গর্ভচেক সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

ইন্টার্ন ডা. মো: জহিরুল ইসলাম বলেন,পবিপ্রবির ভেটেরিনারি টিচিং হাসপাতালে স্বল্প খরচে আল্ট্রাসনোগ্রাফি, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা সহ সকল প্রকার পরীক্ষা করা হয়। আপনাদের যেকোনো ইমারজেন্সি সমস্যায় ফ্রি ভেটেরিনারি চিকিৎসার জন্য আসতে পারেন।ইন্টার্ন ডাক্তার মোঃ রবিন বেপারী বলেন, আমাদের ভেটেরিনারি টিচিং হসপিটাল সবসময় চিন্তা করে একজন খামারীর গবাদিপশুর সর্বোচ্চ ভালমানের চিকিৎসা প্রদান এবং খামারীদের গবাদিপশু পালনের প্রতি আগ্রহ তৈরি করা। গবাদিপশুর উন্নয়নের জন্য ভেট ডক্টরদের সুনজর অতীতে যেমন ছিলো, ভবিষ্যতেও একইভাবে থাকবে।

চিফ ভেটেরিনারিয়ান অধ্যাপক ড. মোঃ সেলিম আহাম্মদ বলেন, ভেটেরিনারি হেলথ ক্যাম্পেইন শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার একটি গুরুত্বপূর্ন অংশ। শিক্ষার্থীরা ক্যাম্পেইনের মাধ্যমে ফিল্ড পর্যায়ে প্রাণির চিকিৎসা ও পরামর্শের পাশাপাশি খামারিদের সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করা যায় তা হাতে কলমে শিখতে পারে।

এ বিষয়ে পবিপ্রবি’র মাননীয় উপাচার্য বিশিষ্ট ফার্মাকোলজিস্ট ও গ্যাস্ট্রোলজিস্ট অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ফলাফল মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সম্প্রসারণ কাজ প্রয়োজন হয়। শিক্ষা ও গবেষণার পাশাপাশি মাঠ পর্যায়ে সম্প্রসারণ কাজের অংশ হিসাবে এই ভেটেরনারি মোবাইল ক্লিনিকটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালু রয়েছে, যা দক্ষিণবঙ্গের গবাদি পশু পালনকারী খামারিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্ব বহন করে।

উপাচার্য আরও বলেন, আমাদের টিচিং ভেটেরিনারি হাসপাতালে গবাদিপশুর স্বল্প খরচে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, রক্ত, প্রশ্রাব পরীক্ষাসহ গুরুত্বপূর্ন সকল প্রকার পরীক্ষা করা হয়। ইমার্জেন্সি চিকিৎসায় হসপিটালের এম্বুলেটরি সার্ভিসের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

Categories