November 12, 2025, 5:26 pm
শিরোনাম :
ভারতে বারবার বিস্ফোরণ ২০ বছরের রক্তাক্ত ইতিহাস পাকিস্তানে সংবিধান সংশোধন আরও ক্ষমতাধর হচ্ছেন সেনাপ্রধান ক্ষমতা কমছে সুপ্রিম কোর্টের সয়াবিন নাকি সরিষা, ক্যানসার প্রতিরোধে কোন তেল বেশি উপকারী জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না : জামায়াত সংঘাত ও জলবায়ু বিপর্যয়ের দুষ্টচক্রে বন্দি লাখো শরণার্থী : জাতিসংঘ জেনে নিন প্রতিদিন ডুমুর খাওয়ার কিছু উপকারিতা প্রতিদিন চিনি খেলে কী হয় ? বক্স অফিসের ঝড় তুলছে রাশমিকার ‘দ্য গার্লফ্রেন্ড’ অ্যানিমেশন সিনেমায় শ্রদ্ধা কাপুর পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সাইদ মামুন গুলিতে নিহত // খুনীদের গ্রেফতারে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ 
ব্রেকিং নিউজ :

ভারতে বারবার বিস্ফোরণ ২০ বছরের রক্তাক্ত ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২০ বছরে অন্তত ১৪ বার ঘটেছে বড় বিস্ফোরণের ঘটনা। এতে রক্তাক্ত হয়েছে রাজপথ, প্রাণ হারিয়েছেন এক হাজারের বেশি মানুষ। এসব হামলার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৬ সালের মুম্বাই ট্রেন বিস্ফোরণ, যাতে দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। সর্বশেষ ঘটনা ঘটেছে গত সোমবার (১০ নভেম্বর) নয়াদিল্লির লাল কেল্লার কাছে। সেখানে একটি গাড়ি বিস্ফোরণে অন্তত নয়জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। তবে বিস্ফোরণের পর ভারতীয় রাজধানীজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

নিচে সাম্প্রতিক বছরগুলোতে ভারতে সংঘটিত বড় কয়েকটি বিস্ফোরণের সময়রেখা তুলে ধরা হলো—

১. দিল্লি (২৯ অক্টোবর ২০০৫) : দীপাবলির আগে ভারতীয় রাজধানীর বাজারগুলোতে একাধিক সিরিজ বিস্ফোরণে ৭০ জন নিহত ও ২৫০ জন আহত হন। হামলার পেছনে লস্কর-ই-তৈয়্যবা জড়িত ছিল বলে সন্দেহ করা হয়।

২. বারাণসী, উত্তর প্রদেশ (৭ মার্চ ২০০৬) : মন্দির ও রেলস্টেশনে সমন্বিত হামলায় ২৮ জন নিহত ও শতাধিক আহত হন।

৩. মুম্বাই, মহারাষ্ট্র (১১ জুলাই ২০০৬) : শহরের লোকাল ট্রেনে সাতটি বোমা বিস্ফোরণে ২০৯ জন নিহত ও ৭০০-র বেশি আহত হন। এটি ছিল ভারতের ইতিহাসে অন্যতম রক্তাক্ত সন্ত্রাসী হামলা।

৪. মালেগাঁও, মহারাষ্ট্র (৮ সেপ্টেম্বর ২০০৬): মসজিদের বাইরে বোমা বিস্ফোরণে ৪০ জন নিহত ও ১২৫ জন আহত হন। এই ঘটনায় এসআইএমআই নামে একটি সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

৫. সম্ঝৌতা এক্সপ্রেস, হরিয়ানা (১৮ ফেব্রæয়ারি ২০০৭): ভারত-পাকিস্তান সীমান্তগামী ট্রেনে বোমা বিস্ফোরণে ৭০ জন নিহত হন। পরে তদন্তে হিন্দু চরমপন্থিদের সম্পৃক্ততা পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক