অনির্দিষ্টকালের জন্য ম্যাটস বন্ধ ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য সরকারি-বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। চার দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনসহ চলমান আন্দোলনের মধ্যেই এমন ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্ততরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আজ (৪ অক্টোবর) থেকে সব সরকারি-বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সব ছাত্র-ছাত্রীকে হোস্টেল ত্যাগ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এদিকে, চার দফা দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন ম্যাটস শিক্ষার্থীরা।