রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

কেন বিয়ে করেননি? নিজেই জানালেন রাহুল গান্ধী

Reporter Name / ৩৯৮ Time View
Update : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

বয়স হয়েছে ৫৩। কেন বিয়ে করেননি? সে কথা নিজেই জানালেন ভারতের বিরোধী দল কংগ্রেস এমপি রাহুল গান্ধী। রাজস্থানের জয়পুরের একটি কলেজে ছাত্রীদের প্রশ্নের জবাবে উত্তরটা দেন রাহুল। তিনি জানান, নিজের কাজ এবং কংগ্রেসের সাথে এতটাই ‘জড়িয়ে রয়েছেন’ যে এখনো তিনি অবিবাহিত।

জয়পুরের মহারানি কলেজের ছাত্রীদের সাথে রাহুলের কথোপকথনের ভিডিও পোস্ট করা হয়েছে তার সমাজমাধ্যমে। সেখানে দেখা গেছে, ছাত্রীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন রাহুলকে। তিনি কী খেতে পছন্দ করেন, কী দিয়ে রূপচর্চা করেন এসবও জিজ্ঞেস করেন ছাত্রীরা। তখনই তার বিয়ে না করার প্রসঙ্গও ওঠে। একে একে সব প্রশ্নের জবাব অবলীলায় দিয়েছেন রাহুল। এক ছাত্রী প্রশ্ন করেন, ‘আপনি এত সুন্দর দেখতে। এত স্মার্ট। তা হলে বিয়ের বিষয়ে ভাবেননি কেন?’ জবাবে রাহুল বলেন, ‘ভাবিনি কারণ, আমি আমার কাজ আর কংগ্রেস দলের সাথে সম্পূর্ণভাবে জড়িয়ে রয়েছি।’

কী খেতে পছন্দ করেন, তা-ও জানিয়েছেন রাহুল। তিনি জানান, উচ্ছে, মটরশুঁটি আর পালং ছাড়া কোনো কিছু খেতেই তার আপত্তি নেই। আর কখনো যাননি, এমন জায়গায় যেতেই পছন্দ করেন তিনি। তার কথায়, ‘আমি সব সময় নতুন জায়গায় যেতে পছন্দ করি।’

এর পর নারীদের আর্থিক স্বনির্ভরতা নিয়েও কথা বলেন রাহুল। তিনি বলেন, ‘নারীদের কখনো বোঝানোই হয় না যে, টাকা, ক্ষমতা কী ভাবে কাজ করে? আসলে টাকা কী?’ তিনি মনে করেন, সেটা বোঝানো হয় না বলেই সমাজে এত লিঙ্গবৈষম্য। তিনি বলেন, ‘যদি কোনো নারীর কাজ থাকে, অথচ টাকা না থাকে, তা হলে তাতে কোনো লাভ নেই। কিন্তু যদি কারো চাকরি নেই, অথচ তিনি আর্থিক বিষয়টি বোঝেন, তা হলে তা ভালো। এগুলো না বোঝা পর্যন্ত নারীদের পুরুষের উপর নির্ভর করতে হবে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর