করোনা-ডেঙ্গু নিয়ে শুটিং করেছেন সালমান
বিশ্বকাপের শুরুতেই ডেঙ্গুতে আক্রান্ত হন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য শুভমান গিল। সেকারণে প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে বলিউড তারকা সালমান খান মনে করছেন শুভমানের খেলা উচিত। ভাইজান জানিয়েছেন, ‘কিসি কি ভাই কিসি কা জান’ ছবির শুটিংয়ে তিনিও করোনা ও ডেঙ্গু নিয়ে অংশ নিয়েছিলেন।
ভারত-পাকিস্তানের খেলায় ভারতীয় ক্রিকেটারদের উৎসাহ দেওয়ার পাশাপাশি ‘টাইগার থ্রি’র প্রচার করেছেন সালমান। দলের প্রত্যেক খেলোয়াড়কে বাহবা দেওয়ার পাশাপাশি বিশেষভাবে উল্লেখ করেছেন শুভমানের নাম।
তরুণ ক্রিকেটারের উদ্দেশে ভাইজান বলেন, “আমার মনে হয় শুভমানের খেলা দরকার। ‘কিসি কি ভাই কিসি কা জান’ ছবির শুটিংয়ের সময় আমার করোনা ও ডেঙ্গু দুটোই হয়েছিল। তা সত্ত্বেও আমি ছবির ক্লাইম্যাক্স শুট করেছিলাম। শুভমান তরুণ খেলোয়াড়। আমার মনে হয় ওর খেলা উচিত।’’
এদিকে এরইমধ্যে সেরে উঠেছেন শুভমান। অংশ নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এ খেলায় ভারতীয় ক্রিকেটারদের উৎসাহ দিতে সালমান ছাড়াও উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন।