রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি বুধবার, দেশবাসীর দোয়া কামনা

Reporter Name / ৩৯৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাড়ি জমানো রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) সেখানে তাঁর ওপেন হার্ট সার্জারি করা হবে। আশু আরোগ্য কামনায় রাষ্ট্রপ্রধান দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এই তথ্য নিশ্চিত করেছেন।

জয়নাল আবেদীন জানান, আজ সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন রাষ্ট্রপতি। আগামীকাল (বুধবার) সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের (Prof. Kofidis Theodoros) তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হবে। রাষ্ট্রপতি তাঁর আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।

এর আগে গতকাল সোমবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে রাষ্ট্রপ্রধানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৪ সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। চিকিৎসা শেষে আগামী ৩০ অক্টোবর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের দেশে ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর