রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ প্রদান করা হবে আজ

Reporter Name / ৩৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ প্রদান করা হবে আজ। এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে বাংলা চলচ্চিত্রকে স্বমহিমায় প্রস্ফুটিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ প্রদান উপলক্ষ্যে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, নির্মাতা, প্রযোজক, পরিবেশক, দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মোঃ সাহাবুদ্দিন বলেন, তিনি বিশ্বাস করেন, দেশে সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সংশ্লিষ্ট সকলকে অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র নির্মাতাদের জীবন ঘনিষ্ঠ ও বাস্তবধর্মী চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য দেশকে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চলচ্চিত্র নির্মাতাগণ জীবন ঘনিষ্ঠ ও বাস্তবধর্মী চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসবেন- দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের চলচ্চিত্র যে সুনাম অর্জন করেছে, তা আরো উজ্জ্বল হোক-এ আমার প্রত্যাশা। তিনি চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী, পরিবেশকসহ চলচ্চিত্র সংশি¬ষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও কলাকুশলীদের অভিনন্দন জানান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ সেরা নায়কের পুরস্কার পেতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। যুগ্মভাবে সেরা নায়িকা হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমুর নাম। বছরের আলোচিত ছবি ‘হাওয়া’তে অভিনয়ের জন্য চঞ্চল চৌধুরী এবং ‘বিউটি সার্কাস’ ছবিতে অভিনয়ের জন্য জয়া আহসান ও ‘শিমু’ ছবিতে অভিনয়ের জন্য রিকিতা নন্দিনী শিমু সেরা নায়ক-নায়িকা নির্বাচিত হচ্ছেন। আজীবন সম্মাননা যুগ্মভাবে দেওয়া হচ্ছে অভিনেতা খসরু ও চিত্রনায়িকা রোজিনাকে। ‘শিমু’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে নাম ঘোষিত হয়েছে সৈয়দা রুবাইয়াত হোসেনের। যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত করা হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ‘পরাণ’কে। ওটিটিতে অভিনয় করে প্রতিনিয়ত বাজিমাত করে চলছেন নাসির উদ্দিন খান। ‘পরাণ’ ছবিতে অভিনয়ের জন্য তাঁকে পার্শ্বচরিত্রের শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে, ‘পাপ পুণ্য’ ছবিতে অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী আফসানা মিমি। ‘দেশান্তর’ ছবির জন্য খল অভিনেতা নির্বাচিত হয়েছেন শুভাশীষ ভৌমিক। এ ছাড়া সেরা গায়ক যুগ্মভাবে ‘এ মন ভিজে যায়’ গানের জন্য বাপ্পা মজুমদার (অপারেশন সুন্দরবন) ও ‘ঠিকানাবিহীন তোমাকে’ গানের জন্য চন্দন সিনহা (হৃদিতা)। ‘এই শহরের পথে পথে’ গানের জন্য সেরা গায়িকা নির্বাচিত হয়েছেন আতিয়া আনিসা (পায়ের ছাপ)। ‘পরাণ’ ছবির ‘ধীরে ধীরে’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পাচ্ছেন রবিউল ইসলাম জীবন। ‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের ‘এই শহরের পথে পথে’ গানের সুরের জন্য শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পাচ্ছেন শওকত আলী ইমন। ‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালকের পুরস্কার পাচ্ছেন রিপন খান। ‘দামাল’ ছবির জন্য শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে পুরস্কার পাচ্ছেন ফরিদুর রেজা সাগর। একই বিভাগে ‘গলুই’ ছবির জন্য নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম। এ ছাড়া বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছেন শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে দীপু ইমাম (অপারেশন সুন্দরবন), শ্রেষ্ঠ শিশুশিল্পী যুগ্মভাবে বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরত্ব), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূন্যে উড়া) শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মুহাম্মদ আবদুল কাইউম (কুড়া পক্ষীর শূন্যে উড়া), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা এস এ হক অলীক (গলুই), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু (রোহিঙ্গা), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ (হাওয়া), শ্রেষ্ঠ মেকআপম্যান খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জায় তানসিনা শাওন (শিমু), শ্রেষ্ঠ সম্পাদক সুজন মাহমুদ (শিমু), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা)। আজ ঘোষিত সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর