শিরোনাম
মহম্মদপুরে ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া ৩০ জন্য শিক্ষার্থীকে স্কুলে ফিরিয়ে আনতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করলেন মাগুরা জেলা প্রশাসক মুহাম্মাদ আবু নাসের বেগ। সোমবার দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদ হল রুম ঝরে পড়া শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদুর রহমান।
জেলা প্রশাসকের মাধ্যমে ঝরে পড়া ছাত্রছাত্রীদের মাঝে ব্যাগ, স্কুল ড্রেস, স্কুল সু, বই, খাতা ইত্যাদি শিক্ষা উপকরণ, আর্থিক প্রণোদনা ও বিভিন্ন প্রণোদনা প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসকের তদারকিতে স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ঝরে পড়া ছাত্র-ছাত্রীদেরকে পুনরায় ভর্তি করানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রোকনুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান বেবি নাজনিন, ভাইস চেয়ারম্যান বরকত আলী, থানা অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর