রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

মাগুরায় শীতে অতিথি পাখির আগমনে ঘোপ বাওড়ে মনোমুগ্ধকর দৃশ্য ফুটে উঠেছে

Reporter Name / ৪৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে শীতের শুরুতে বিভিন্ন দেশ থেকে ছুটে আসা অতিথি পাখিরা ঘোপ বাওড়ে আশ্রয় নিয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও এসব পাখি শীত শুরু হলে দলবেঁধে উড়ে আসে আশ্রয় নেয় ঘোপ বাওড়ে। শীতের সকালে কুয়াশাচ্ছন্ন অবস্থায় অতিথি পাখিদের দলবেঁধে ছোটাছুটি খাবার সংগ্রহ ও উপজেলা সদরের ঘোপ বাওড় এলাকাযর মানুষের চোখে পড়ে।প্রতিদিন সকালে এসব পাখিদের কিচিরমিচির ডাক ও শব্দে স্থানীয় মানুষের ঘুম ভাঙ্গে। পাখি প্রেমীদের কে মনোমুগ্ধকর এ দৃশ্য উপভোগ করার জন্য শুধু মাগুরার মহম্মদপুর উপজেলার ঘোপ বাওড়ে দেখা যাচ্ছে।বিভিন্ন প্রজাতির অতিথি পাখির নিরাপদ স্থান এখন ঘোপ বাওড়।
সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ডানা মেলে স্বাধীনভাবে উড়ে চলা পানিতে ডুব দিয়ে খাবার সংগ্রহ করা দেখে মনে হয় তারা যেন এক অন্যরকম আনন্দ উপভোগ করছে। বিভিন্ন ধরনের অতিথি পাখির আকর্ষণীয় দৃশ্য দেখতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ ঘোপ বাওড়ে আসতে দেখা যাচ্ছে। এধরনের অতিথি পাখিরা শীতে চলে আসে আর শীত একটু কমলে তারা আবার তাদের আপন ঠিকানা নিজের দেশে ফিরে। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম বলেন,, মহম্মদপুর ঘোপ বাওড় অতিথি পাখির আগমনে সরব হয়েছে। কোন চোরা শিকারী উক্ত বাওড়ে কোন পাখি শিকার করে ,যদি কেউ সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর