মহম্মদপুরে দুর্নীতি বিরোধী দিবস পালিত
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্য ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল সাড়ে আটটায় উপজেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকাল নয়টা থেকে সোয়া নয়টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন এবং সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব পলাশ মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, সহকারী কমিশনার ভূমি জনাব বাসুদেব কুমার মালো, মহিলা ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন, মহিলা কলেজের অধ্যক্ষ কুমারেশ চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, আব্দুল মান্নান, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারন সম্পাদক মাহামুদুন নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, মহম্মদপুর থানার এস আই ওহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান। আলোচনা সভায় বক্তারা সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ ও দমনের বিষয়ে সচেতনতা বৃদ্ধিমুলক আলোচনা করেন।