রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

চীনের ইউনানে ভূমিধস, চাপা পড়েছেন ৪৭ জন

Reporter Name / ৩০০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অন্তত ৪৭ জন। সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

প্রেসিডেন্ট শি জিনপিং হতাহতের সংখ্যা যতটা সম্ভব কমিয়ে আনতে সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

ঝাওটং শহরে শূন্য ডিগ্রি তাপমাত্রার নিচে উদ্ধারচেষ্টা চলছে। এখনো নিশ্চিত নয়, কেউ মারা গিয়েছেন কি না। স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ভেঙে পড়া ভবনে উদ্ধারকাজ চলছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৫টা ৫১ মিনিটে ভূমিধসের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, নিখোঁজরা ১৮ পরিবারের সদস্য।

স্থানীয় গণমাধ্যম দ্য পেপার বলেছে, একজনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ওই অঞ্চল থেকে ৫০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে, পিপলস ডেইলি।

লিয়াংশুই গ্রামের এক বাসিন্দা জিমু নিউজকে বলেন, তারা যখন ঘুমাচ্ছিলেন, তখন ভূমিধসের ঘটনা গটে। তিনি বলেন, একটা ঝাঁকুনি হয়েছিল। মনে হচ্ছিল বড় কোনো ভূমিকম্প।

কর্তৃপক্ষ এখনো ভূমিধসের কারণ জানায়নি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী তিন দিন হালকা তুষারপাত হবে।

অঞ্চলটি চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। এ দুর্গম অঞ্চলে ভূমিধস প্রায়ই ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর