তামিমদের হারিয়ে খুলনার দুইয়ে দুই
তামিম ইকবাল-মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদ সবার ব্যাটেই দেখা মিললো রানের। ফরচুন বরিশালও পেলো বেশ ভালো রান।
কিন্তু তা নিয়ে লড়াইও করতে পারলো না দলটি। খুলনা টাইগার্সকে উড়ন্ত শুরু এনে দেন এভিন লুইস। এর ওপর ভর করে জয়ও তুলে নিয়েছে তারা।
সোমবার বিপিএলের ম্যাচে ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। শুরুতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করে বরিশাল। রান তাড়ায় নেমে ১২ বল আগেই জয় পায় খুলনা। টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে তারা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ফরচুন বরিশালের। দলীয় ১৪ রানে প্রথম ব্যাটার হিসেবে ফেরেন ইবরাহিম জাদরান। ১১ বলে ১৬ রান করে ওশানা থমাসের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি। ১৬ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
এরপর সৌম্য সরকারকে নিয়ে ছোট ঝড়ো জুটি ছিল তামিমের। কিন্তু সেটি ভাঙে হাবিবুর রহমান সোহানের সরাসরি থ্রোতে রান আউট হয়ে সৌম্য ফিরলে। দারুণ ব্যাট করতে থাকা সৌম্য ২ চার ও ১ ছক্কায় ১০ বলে ২২ রান করেন। তামিমের সঙ্গে তার জুটি ছিল ২২ বলে ৪৬ রানের।
পরে উইকেটে আসেন মুশফিকুর রহিম। ইনিংসের শেষ অবধি অপরাজিত ছিলেন তিনি। ৩৩ বলে ৪০ রান করে তামিম নাসুমের বলে ফেরেন। শেষ অবধি অপরাজিত থাকা মুশফিক ৫ চার ও ৪ ছক্কায় ৩৯ বলে ৬৮ রান করেন। মাঝে মাহমুদউল্লাহ ২ চার ও সমান ছক্কায় ১৯ বলে ২৭ রান করেন।
বেশ বড় রান তাড়া করতে নেমে খুলনা টাইগার্সের হয়ে শুরুতে ঝড় তোলেন এভিন লুইস। প্রথম ছয় ওভারেই খুলনার রান ছিল ৮৭। এর মধ্যে ২২ বলে ৫৩ রান করে মোহাম্মদ ইমরানের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লুইস।
এরপর ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বরিশালের সামনে। কিন্তু মেহেদী হাসান মিরাজের বলে আফিফের ক্যাচ ছেড়ে ছক্কা দেন দুনিথ ওয়াল্লালগে। এরপর আর ম্যাচে ফেরা হয়নি বরিশালের। ৩৬ বলে ৪১ রান করে আউট হন আফিফ। তবে ৪৪ বলে ৬৩ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন অধিনায়ক এনামুল হক বিজয়।