রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

রিয়াদের নজর কাড়লেন আলিয়া

Reporter Name / ৩০৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

বিনোদন: সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে জয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ইতোমধ্যেই অনুষ্ঠানে অংশ নেওয়া আলিয়া বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসময় অনুষ্ঠানে অভিনেত্রী অনন্য অসাধারণ ও লাস্যময়ী রূপে উপস্থিত হয়ে সবাইকে মুগ্ধ করেন। বাহারি কালারের শাড়িতে উপস্থিত হন তিনি। এদিন পরেন অফ-শোল্ডার ব্লাউজ। অর্ধেক খোলা চুল সাথে কানে বড় দুল। ফটোগ্রাফারদের সামনে হাস্যোজ্জ্বল আলিয়াকে বিভিন্ন ভঙ্গিমায় দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আলিয়ার ছবি ও ভিডিওতে অনেকে মন্তব্য করছেন। এক অনুরাগী লেখেন, ‘ওই পোশাকে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। শাড়িতে ওকে খুব মানায়।’ আরও একজন লেখেন, ‘উনি যেভাবে বিভিন্নভাবে শাড়ি পরেন, তা আমার বেশ পছন্দ। আলিয়াকে অসাধরাণ সুন্দর দেখাচ্ছে।’ কারোর মন্তব্য, ‘আলিয়া আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত হচ্ছেন! প্রশংসা পাচ্ছেন। আপনি এগিয়ে যান!’ কারোর মন্তব্য করেছেন, ‘তুমি আমাদের গর্বিত করেছ, সুন্দরী নারী।’এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলিয়া। পুরস্কার নেয়ার পর তিনি বলেন, এই জাতির (সৌদি) মাঝে উপস্থিত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। মুসলিমপ্রধান সৌদি আরব এবার চলচ্চিত্র জগতের সবাইকে (আমাদের) একত্র করছে এবং সিনেমার নামে আমাদের সবাইকে এক ছাদের নিচে নিয়ে এসেছে। তিনি বলেন, এমনটা খুব একটা ঘটে না। এখানে পশ্চিমা এবং প্রাচ্যের অগণিত প্রতিভা এক ছাদের নিচে জড়ো হয়েছেন। অভিজ্ঞতা বিনিময় করছেন। এটি আসলেই উপভোগ্য ব্যাপার। এমন আয়োজনের জন্যে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।এর আগে গত বছর ডিসেম্বরের শুরুতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন আলিয়া ভাট। একই উৎসবে গিয়েছিলেন আলিয়ার স্বামী অভিনেতা রণবীর কাপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর