ইউক্রেনীয় বন্দিদের বহনকারী রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রাশিয়ার একটি সামরিক পরিবহন উড়োজাহাজ ইলিউশিন-৭৬ ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। গতকাল বুধবার এই দুর্ঘটনা ঘটে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এতে আরোহী হিসেবে থাকা অন্তত ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধ বন্দি নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, উড়োজাহাজটিতে আরও ৯ জন ছিলেন। এদের মধ্যে ক্রু ছিলেন ছয় জন। উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা নিয়ে বিস্তারিত স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি বিবিসি। কিয়েভ থেকে পাওয়া খবরে জানা গেছে, ইউক্রেনীয় সেনাবাহিনী ইলিউশিন -৭৬ উড়োজাহাজকে গুলি করে ভূপাতিত করেছে। ইউক্রেনের জেনারেল স্টাফকে উদ্ধৃত করে ইউক্রেনস্ক প্রাভদা ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি রাশিয়ার এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহন করছিল। তবে ইউক্রেনের পক্ষ থেকে য্দ্ধু বন্দিদের কথা উল্লেখ করা হয়নি। বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত। তবে বিস্তারিত কিছু জানাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বেলগোরোদের উত্তর-পূর্বে ৭০ কিলোমিটার দূরে ইয়াবলনোভো গ্রামে স্থানীয় সময় সকাল ১১টায় বিস্ফোরণের একটি উড়োজাহাজ আকাশ থেকে পড়ে যাচ্ছে। রিয়া নভোস্তির খবর অনুসারে, ইউক্রেনীয় যুদ্ধ বন্দিদের বেলগোরোদ অঞ্চলে স্থানান্তর করা হচ্ছিল বিনিময়ের জন্য। যদিও স্বতন্ত্রভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানালেও বলেছেন যে, ক্রেমলিন এই বিষয়ে অবগত রয়েছে।