প্রথমবার ইমরানের সুর-সংগীতে কণ্ঠ দিলেন মুন্নী
কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল সংগীত পরিচালক হিসেবেও দারুণ সফল। বেশ কয়েকটি চলচ্চিত্রে সংগীত পরিচালনা করে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। দিনাত জাহান মুন্নীও কণ্ঠশিল্পী হিসেবে সফল। তিন দশক ধরে গান করছেন। এবারই প্রথম ইমরানের সুর ও সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন মুন্নী। ধানমণ্ডির একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। গানটির প্রথম দুই লাইন-‘জন্ম আমার ছিল বুঝি ভুল/আমি বুঝি দমকা হাওয়ায় ঝরে পড়া ফুল।’ মুন্নী বলেন, ‘গানটি কোন চলচ্চিত্রের ব্যবহৃত হবে, সেটা গোপন রেখেছে ইমরান। দারুণ একটা সুর করেছে সে। গানের কথাগুলোও অসাধারণ। এতদিন অপেক্ষায় ছিলাম ইমরানের সঙ্গে গান করার জন্য। অবশেষে তার ডাক পেলাম। এই সময়ের মেধাবী সুরকার ও শিল্পী ইমরান। পাশাপাশি ভাগ্যবানও বটে। তার গানের একটা নিশ্চিত শ্রোতাগোষ্ঠী আছেন। এই গানটিও সবার ভালো লাগবে।’ এত দিন ইমরানের সঙ্গে গান গাওয়া হয়নি কেন জানতে চাইলে মুন্নী বলেন, ‘আমি তো সব সময় চেয়েছি নতুনদের সঙ্গে কাজ করতে। তাদের সুর, কম্পোজিশন আমাকে খুব টানে। কিন্তু কেন যেন আমাদের প্রজন্মকে সিনিয়র বলে একটু দূরে সরিয়ে দেওয়া হয়। এ কারণে একটু অভিমানও হয়। আবার চিন্তা করি, চলচ্চিত্রের পর্দায় যিনি আমার গানে ঠোঁট মেলাবেন তিনি হয়তো চান নতুন প্রজন্মের শিল্পীকে। জানি না আসল ঘটনাটা কী। তবে এতদিন পরে হলেও ইমরানের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে।’