পিরোজপুরে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
শনিবার সকালে পিরোজপুর জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। পিরোজপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি, পিরোজপুর এর আয়োজনে এ কনফারেন্সের অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায় এবং পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পিবিআই ও সিভিল সার্জন এর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলা পর্যায়ে কর্মরত বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, পিরোজপুর জেলা জজ আদালতে দায়িত্বপ্রাপ্ত পিপি, অতিরিক্ত পিপি, বিশেষ পিপি এবং এপিপিবৃন্দ, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং দুর্নীতি দমন কমিশন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
কনফারেন্সে উপস্থিত বক্তারা বলেন, বিচার প্রার্থীদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি ও পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরগুলো অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।
তাই ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মামলার দ্রুত বিচার নিষ্পত্তির লক্ষ্যে এবং মামলাজট কমানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে একটি টিম ওয়ার্ক হিসেবে কাজ করছে। সমাজের বিচারপ্রার্থী মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে কাজ করার জন্য সভার সভাপতি বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ সবার প্রতি আহবান জানান।