বুধবার, ১৫ মে ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

ফোন নম্বর ডিলিট হয়ে গেলে বের করার উপায়

আইটি ডেস্ক : / ১৯৫ Time View
Update : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

অনেক সময় ফোনে কাজ করতে গিয়ে ভুলে অনেক কিছু ডিলিট হয়ে যায়। যেমন ধরুন কারও কন্টাক্ট নম্বর খুজচ্ছেন কপি করতে গিয়ে ডিলিট হয়ে গেলো। হয়তো দরকারী কারও নম্বর চজিল। এমন সমস্যায় পড়লে খুব সহজে কয়েকটি স্টেপেই আপনার ডিলিট হওয়া নম্বর ফিরে পাবেন। আপনি যদি আপনার ফোনে জি-মেইল অ্যাপ চালান তাহলে অবশ্যই গুগল অ্যাকাউন্ট সেট আপ হবে। আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া কন্টাক্ট নম্বর সহজেই পেয়ে যাবেন। এর জন্য আপনাকে এই পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে দেখে নিন-
>> আপনার ফোনে গুগল কন্টাক্টস অ্যাপ ডাউনলোড করুন।
>> যে ফোন নম্বরটি সেভ করা আছে সেই গুগল আইডি দিয়ে এই অ্যাপে লগইন করুন।
>> এখন নিচের দিকে ফিক্স অ্যান্ড ম্যানেজ আইকনে ট্যাপ করুন।
>> এখন আপনি কন্টাক্ট নম্বর ইমপোর্ট, এক্সপোর্ট এবং রিস্টোর করার অপশন পাবেন।
>> এখানে রিস্টোর কন্টাক্টস অপশনে ট্যাপ করুন।
>> তারপর রিস্টোর বাটনে ক্লিক করুন।
>> মুছে ফেলা সব কনট্য়াক্ট নম্বর ফোনে ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর