প্রিয়াঙ্কাকে ছাড়াই ভারতে এলেন নিক
দুই ভাইকে নিয়ে ভারতে এসেছেন হলিউডের জনপ্রিয় পপ তারকা নিক জোনাস। গতকাল রোববার মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ‘লোলাপালুজা’-র দ্বিতীয় সংস্করণ। সেই অনুষ্ঠানে গান গাইতে এসেছেন ‘জোনাস ব্রাদার্স’। তবে দেখা যাচ্ছেনা হলিউড ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার রাতেই মুম্বাইয়ে এসে পৌঁছান ‘জোনাস ব্রাদার্স’।
তবে এখনও দেখা মেলেনি তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের। গত বছর আমেরিকায় ‘জোনাস ব্রাদার্স’-এর কনসার্টের সময় বেশির ভাগ অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। অথচ নিজের দেশ ভারতে কেন এখনও পর্যন্ত দেখা মিলল না তার, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। ২০১৮ সালে রাজস্থানে প্রিয়াঙ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধেন নিক। হিন্দু রীতিতে সব আচার মেনে বিয়ে করার পরে খ্রিস্টীয় মতে ‘হোয়াইট ওয়েডিং’ও সেরেছিলেন নিক ও প্রিয়াঙ্কা। হিন্দু রীতিতে বিয়ে করার আগে গায়েহলুদ, মেহেন্দি, সঙ্গীত- সব অনুষ্ঠানেই অংশগ্রহণ করেছিলন প্রিয়াঙ্কা ও নিকের পরিজন ও বন্ধুবান্ধব। বিয়ের আগে প্রিয়াঙ্কার সঙ্গে ‘রোকা’ অনুষ্ঠানের জন্যও মুম্বাইয়ে এসেছিলেন নিক।