অনুভব বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ২৩তম বার্ষিক সাধারণ সভা-২৪ অনুষ্ঠিত
সম্প্রতি অনুভব বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ২৩তম বার্ষিক সাধারণ সভা-২০২৪ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ মিলনায়তন শাহবাগ, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণ চন্দ্র চন্দ এমপি, মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কবির বিন আনোয়ার, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও চেয়ারম্যান, ইসাবেলা ফাউন্ডেশন, মতুয়াচার্য সুব্রত ঠাকুর, সভাপতি, বাংলাদেশ মতুয়া মহাসংঘ, উপজেলা চেয়ারম্যান, কাশিয়ানী, গোপালগঞ্জ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী জে এল ভৌমিক, প্রতিষ্ঠাকালীন সভাপতি, অনুভব বহুমুখী সমবায় সমিতি লিঃ। সভায় সভাপতিত্ব করেন এ্যাড. সমীর কান্তি সিকদার (এস. কে সিকদার) সভাপতি, অনুভব বহুমুখী সমবায় সমিতি লিঃ ও বাংলাদেশ আওয়ামী লীগের ১৪ দলীয় অন্যতম শরীক দল। মঞ্চে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের এমপি আ ফ ম বাহাউদ্দিন নাসিম। এছাড়াও মঞ্চে আছেন ২৩তম বার্ষিক সাধারণ সভার আহ্বায়ক ভবেন্দ্র নাথ বিশ্বাস, সম্পাদক, দৈনিক নব অভিযান এবং উক্ত সমিতির সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শ্রী অতুল চন্দ্র মন্ডল, যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ লাল মল্লিক, কোষাধ্যক্ষ শচীন্দ্র নাথ বাড়ৈ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রবীন্দ্র নাথ সরকার, পরিচালক এ্যাড. রূপচাঁন সরকার, এ্যাড. মিন্টু কুমার মন্ডল, ভক্তি লতা বালা, সুশীল কুমার সরকার, সুনীল কৃষ্ণ হালদার, জীবন কৃষ্ণ রায়, জয় হরি মল্লিকসহ অনুভব ঢাকা মহানগর কমিটির সভাপতি দেব দুলাল বসু পল্টু, সম্পাদক হৃদয় চন্দ্র গুপ্ত। সঞ্চালনায় ছিলেন এ্যাড. মিন্টু কুমার মন্ডল ও এ্যাড, উৎপল বিশ্বাস। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।