ডেইলি মর্নিং অবজারভারের ফটো সাংবাদিক হাবিব আহত
পেশাগত দায়িত্ব পালনকালে ডেইলি মর্নিং অবজারভার পত্রিকার ফটো সাংবাদিক সৈয়দ হাবিবুর রহমান হাবিব আহত হয়েছে। তার বাম হাতে মারাত্মক চোট পান। শহীদুল্লাহ হল ও বার্ন ইনস্টিটিউটের মাঝামাঝি স্থানে ফটকে ও ভবনের ছাদে থাকা আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। এসময় ইটের আঘাত আহত হন সৈয়দ হাবিবুর রহমান হাবিব।
জানা যায়, গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতাকর্মীরা হলের বাইরের সড়কে অবস্থান নিয়ে ইটপাটকেল ছোড়েন। অন্যদিকে হলের ভেতর অবস্থান করে আন্দোলনকারীরা ইটপাটকেল ছোড়েন। এসময় এলাকায় বিস্ফোরণের শব্দও শোনা যায়।
সন্ধ্যা সোয়া ৬টায় দোয়েল চত্বরে দেখা যায়, শহীদুল্লাহ হলের ছাদ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এ কারণে ছাত্রলীগের নেতা-কর্মীরা সামনে এগোতে পারছিলেন না। যদিও ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা দোয়েল চত্বরে জড়ো হন। সে সময় ওই এলাকায় পুলিশ সদস্যদের দেখা যায়নি। সন্ধ্যা পৌনে সাতটার দিকে সেখানে পুলিশ সদস্যরা আসেন।
শহীদুল্লাহ হল ও বার্ন ইনস্টিটিউটের মাঝামাঝি স্থানে দেখা যায়, সেখানে কয়েকজন হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন। তাঁরা হলের ভেতর ঢোকার চেষ্টা করছিলেন। তবে হলের ফটকে ও ভবনের ছাদে থাকা আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করছিলেন।