শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন

মুগ্ধতা ছড়ালেন পরীমণি

বিনোদন / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

‘বস লেডি’ হয়ে নজর কাড়লেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি মেগাস্টার শাকিব খানের একটি ব্যবসায়িক আয়োজনে উপস্থিত ছিলেন এই চিত্রনায়িকা। গত শনিবার ঢাকার একটি হোটেলে স্কিন কেয়ার ব্র্যান্ড রিমার্কের ‘আপনজন’ এর লোগো উন্মোচন করেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। সেখান থেকে ফিরেই এদিন রাতে সামাজিক মাধ্যমে কিছু ছবি শেয়ার করেন পরীমনি। সেই ছবিগুলোর পোস্টে ট্যাগ করা হয় শাকিব খানের তিনটি প্রতিষ্ঠানের নাম। ছবিতে দেখা যায়, চুল বেঁধে ওয়েস্টার্ন বেশভূষায় বেশ অনন্য লুকে ধরা দিয়েছেন পরীমনি। রেড ব্লো টপসের ওপর নেভি ব্লু কোট। কোটের ওপরে প্লাটিনাম চুমকি বসিয়ে লেখা শাকিবের প্রতিষ্ঠানের নাম ‘সানবিট’ ও ‘এমএক্সবি’। সঙ্গে ব্লু কালারের ওয়াইড লেগ ফরমাল প্যান্ট। আবার রেড টপস থেকে ওপরের কোটটি আংশিক সরিয়ে নিজেকে কিছুটা খোলামেলায় ক্যামেরাবন্দি করেন পরী। সঙ্গে তার আবেদনময়ী চাহনি যেন ভক্তদের মনে ঝড় তুলে দেয়। ছবির ওই পোস্টের ক্যাপশনে পরী লেখেন, ‘বস লেডি’! এতে তার ভক্ত-অনুরাগীরা একে একে ভালোবাসা ও মুগ্ধতা ছড়িয়ে দিতে থাকে। এই ছবিগুলোতে পরী যেন ধরা দিয়ে মেদ ঝরানো ঝরঝরা শরীরে। তার কমেন্টবক্সে কেউ লিখেছেন,বাহ। নতুন লুক। আবার কেউ লিখেছেন, ওয়াও ফিট হয়ে গেছেন আমাদের পরী। খেলা হবে এবার পরীর নিয়মে। আরও একজন ভক্ত পরীকে বলেছেন মাইন্ডব্লোইং। পরীমণি সবশেষ ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব কন্টেন্টের কাজ করছেন। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস। এছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর