খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মাহবুব-উল আলম হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জাতি দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছে যে, বিএনপি প্রায় প্রতিদিনই বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে; কিন্তু তাঁর চিকিৎসার আইনি যে প্রক্রিয়া সেটার মধ্যে যাচ্ছে না। এতে সন্দেহ সৃষ্টি হয়, বিএনপি আসলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চায়, চিকিৎসা করতে চায় না।
মঙ্গলবার (৩ অক্টোবর) কুষ্টিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি ধরেই নিয়েছে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করলে রাজনৈতিক ফায়দা পাওয়া যাবে। সে কারণেই তাদের এই প্রক্রিয়া। না হলে তারা এত দিনে আইনি প্রক্রিয়ার মধ্যে যেত, গেলে হয়তো একটা সমাধান আসত।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠুন এটা আমরা চাই। বিএনপি বা তাঁর চিকিৎসকেরা যদি মনে করেন বিদেশে চিকিৎসার প্রয়োজন, তাহলে যেহেতু বেগম খালেদা দণ্ডপ্রাপ্ত কয়েদি সেই হিসেবে তাঁকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। আমি আশা করি, বিএনপি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি না করে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাঁর চিকিৎসার ব্যাপারে সমাধান করবেন।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চেয়ারম্যান মোজ্জামেল হক রাসেলসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।