গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
কামরুল মোল্লা, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে রমাকান্ত রায় রাম (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২ টার দিকে গোপালগঞ্জ সদরের নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার সকালে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। রমাকান্ত নলডাঙ্গা গ্রামের মৃত কার্ত্তীক রায়ের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত ১২টার দিকে পার্শ্ববর্তী গোলাবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত ধর্মীয় একটি সভা শেষে বাড়িতে ফিরছিলেন রমাকান্ত। নলডাঙ্গা রেল ক্রচিংয়ে পৌঁছালে ট্রেনে কাটাপড়ে তার মৃত্যু হয়। রাজশাহী থেকে ছেড়ে আশা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ট্রেনটি রাত ১১ টার দিকে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌছায়। এরপর যাত্রী নামিয়ে ফিরে আসে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে। খালি ট্রেনটি ফিরে আসার সময় এ দুর্ঘনা ঘটে।
পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিষটি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।