সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে টঙ্গীতে সাংবাদিক সাজু’র স্মরণ সভা
গাজীপুর প্রতিনিধি: ৮০ ও ৯০ দশকের কলমযোদ্ধা দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাব- এডিটর, সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার প্রধান সম্পাদক, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজু’র স্মরনে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । সাংবাদিক উন্নয়ন কেন্দ্র গত ১৭ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব গাজীপুরের টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চল-১ হল রুমে এ শোক সভার আয়োজন করে। টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি মেরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি ও সাধারণ সম্পাদক শাহজাহান শোভনের পরিচালনায় শাহজাহান সিরাজ সাজুকে নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন শোকসভার আহ্বায়ক ও দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ, দৈনিক বাংলাভূমির সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার, সিনিয়র সাংবাদিক এসএম নূরুল ইসলাম, সৈয়দ আতিক, হেদায়েত উল্লাহ, মাহবুব চৌধুরী, সাংবাদিক শামসুল হক ভূইয়া, গাযী খলিলুর রহমান, পীরজাদা নোয়াব আলী, শেখ আজিজুল হক, রোমান শেখ, সংস্কৃতি কর্মী শেকানুল ইসলাম শাহী, আ স ম জাকারিয়া, বীরমুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, নিজাম উদ্দিন, আজিজ টিপু, সুশাসনের জন্য নাগরিক সুজন গাজীপুর মহানগর সভাপাতি মনিরুল ইসলাম রাজিব, সাংবাদিক সাদেক হোসেন, মাকসুদ আহমাদ রবিন, জাহাঙ্গীর আকন্দ, আওলাদ হোসেন, হানিফ হোসেন, ইউনুস আলী, আশিকুর রহমান, তানজিল মাহমুদ হিমেল, তৈয়বুর রহমান, জাহিদ হোসেন জনি, আহমেদ মরহুমের পরিবারের পক্ষ থেকে ভাই আব্দুল হান্নান ভূইয়া, হাসান আল মামুন, ছেলে সোহান প্রমূখ। স্মৃতিচারণে সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু’র কর্মময় জীবন ও ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি ৮০ ও ৯০ দশকে টঙ্গীর সাংবাদিকদের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। তিনি ছিলেন সদা হাসোজ্জল ও অত্যন্ত বন্ধু বৎসল। আলোচনা শেষে সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর? রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মরহুমের জন্য ও টঙ্গীর সিনিয়র সাংবাদিক এম আব্দুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন, দেওয়ান রফিকুল ইসলাম মাখন, মাহবুব তরফদার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।