আজ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচের জন্য কোনো দলই বড়সড় কোনো পরিবর্তন আনছে না
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ আজ। উভয় দলই তাদের সর্বোচ্চ সেরা দল নিয়ে মাঠে নামবে এটাই স্বাভাবিক। আজকের ম্যাচের জন্য কোনো দলই বড়সড় কোনো পরিবর্তন আনছে না।
অস্ট্রেলিয়া সেমিফাইনালে খেলা দলটাকেই অপরিবর্তিত রাখছে। তারপরও একটা পরিবর্তন আসলে আসতে পারে। যদি একজন অতিরিক্ত অলরাউন্ডার দলে রাখতে চায় তাহলে মার্কাস স্টয়নিসকে দেখা যেতে পারে।
অন্যদিকে ভারত ইনজুরির কারণে একটা পরিবর্তন আনতে পারে। দলে আসতে পারেন হার্দিক পান্ডে। সবকিছু ইনজুরি এবং পিচের চরিত্রের ওপর নির্ভর করবে। তবে এমন হতে পারে সম্ভাব্য দল।
ভারত (সম্ভাব্য) দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ের, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া (সম্ভাব্য) দল: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশে, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।