রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন

বাংলাদেশে ফ্রেশকো ডিস্ট্রিবিউশন দ্বারা প্রবর্তিত হল অস্ট্রেলিয়ান খাদ্যপণ্য

Reporter Name / ৪০৩ Time View
Update : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

পিযুষ কুমার বিশ্বাসঃ সম্প্রতি ফ্রেসকো ডিস্ট্রিবিউশন, বৃহস্পতিবার-১৬ নভেম্বর, গুলশানে তাদের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার প্রসিদ্ধ ব্রান্ড- হুওন, আলবা এবং বেরেনবার্গ বাংলাদেশে উদ্ভোদন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার হাই কমিশন থেকে জোশুয়া গাকুটান-দ্বিতীয় সচিব (অর্থনৈতিক), মিনহাজ চৌধুরী, সিনিয়র পরিচালক-বানিজ্য ও বিনিয়োগ এবং মোস্তাফিজুর রহমান, পরিচালক- বানিজ্য ও বিনিয়োগ অস্ট্রেড দক্ষিন এশিয়া, সেই সাথে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম।

ফ্রেসকো বিভিন্ন ফাইভ স্টার হোটেল, রেস্তোরা, সুপারশপ এবং অনলাইন অর্ডারের মাধ্যমে সরাসরি ভোক্তাদের কাছে তাদের পন্য সরবরাহ করে স্বল্প সময়ে বাংলাদেশের ফাইন ডাইনিং সেক্টরে খ্যাতি অর্জন করেছে।

বর্তমানে তারা বাংলাদেশে অস্ট্রেলিয়ার প্রিমিয়াম সামুদ্রিক মাছ, ফল, সবজি এবং প্যাকেটজাত পন্যের প্রধান সরবরাহকারী যা দ্বায়িত্বশীল ও পরিবেশগত পদ্ধতিতে উৎপাদন ও চাষাবাদ করা হয়।

ফ্রেশকো এবং অস্ট্রেডের সন্মানিত প্রতিনিধিদের মধ্যে অস্ট্রেলিয়ান প্রিমিয়াম ব্রান্ড- হুওন তাসমানিয়ান স্যামন, আলবা পনির এবং বেরেনবার্গ জ্যাম, সস ও অন্যান্য কন্ডিমেন্ট নিয়ে আলোচনা করা হয়।

এবং বাংলাদেশকে খাদ্য খাতকে উন্নত করার সুযোগ নিয়ে আলোচনা ছিল অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর