মাগুরায় সাকিবকে ফুল দিয়ে বরণ
স্বাধীন কণ্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাত্রা শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছেন তিনি। মনোনয়ন পাওয়ার তিন দিনের মাথায় বিশাল গাড়িবহর নিয়ে ঢাকা থেকে নিজ এলাকা মাগুরায় গেছেন সাকিব।
আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১টায় মাগুরা পৌঁছান সাকিব আল হাসান। ঢাকা থেকে সঙ্গী হওয়া সাকিবের বহরের গাড়িগুলো গড়াই নদীর কামারখালি ব্রিজে পৌঁছালে মাগুরা থেকে একশটি প্রাইভেট কার এবং শত শত মোটরসাইকেলসহ স্থানীয় নেতাকর্মীরা সাকিবকে বরণ করে নেন। এসময় সাকিবের বাবা মাশরুর রেজা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল বহর নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দেন সাকিব আল হাসান।