স্ত্রীকে প্রকাশ্যে আনলেন জোভান
বিনোদন: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান বিয়ে করেছেন গত ১২ জানুয়ারি। বিয়ের পর স্ত্রীর নাম, পরিচয়সহ বিয়ে সম্পর্কে তেমন কিছুই জানাননি তিনি। এ সময় শুধু বিয়ে করার বিষয়টি নিশ্চিত করেন জোভান। গত শনিবার জানুয়ারি সন্ধ্যায় একটি ভিডিও প্রকাশ করেন জোভান। ৩৭ সেকেন্ডের এ ভিডিওতে স্ত্রীর মুখ আড়াল করেন তিনি। এবার আড়াল ভেঙে স্ত্রীকে প্রকাশ্যে আনলেন এ অভিনেতা। গত রোববার রাতে জোভান তার ফেসবুকে বিয়ের একটি ছবি পোস্ট করেন। তাতে প্রথমবার জোভানের স্ত্রীকে দেখতে পাওয়া যায়। এ ছবিতে দেখা যায়, অভিনেতা জোভানের পরনে গোলাপি রঙের শেরওয়ানি। তার স্ত্রীও একই রঙের লেহেঙ্গা পরেছেন। পরস্পরের হাতে হাত রেখে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন তারা। জোভানের বিয়ের অনুষ্ঠানে মডেল অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির উপস্থিত ছিলেন। তারাও তাদের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এ ছবিতে দেখা যায়, চিত্রনায়ক সিয়াম, তৌসিফ মাহবুব বিয়েতে উপস্থিত ছিলেন।