ফের খোলামেলা ছবিতে মধুমিতা
‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের কারণে টিভি পর্দার দর্শকদের কাছে আজও তিনি ‘পাখি’ নামেই পরিচিত। সেদিনের সেই ‘পাখি’ এখন অবশ্য বড়পর্দার নায়িকা। হ্যাঁ, মধুমিতা সরকারের কথাই হচ্ছে। এখন সিনেমা-ওয়েব সিরিজ যেমন করছেন, তেমনি বোল্ড ফটোশ্যুটেও দেখা যাচ্ছে মধুমিতাকে। বেশ কিছুদিন আগে সেলিব্রিটি ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্য়ামেরায় ধরা পড়েছিলেন মধুমিতা। তার সেই বোল্ড লুক নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। দমে যাননি মধুমিতা। আরও একবার সাহসী রূপে ধরা দিলেন তিনি। এ নিয়ে আবারও শুরু হয়েছে ট্রোলিং।
কারণটা অবশ্য় মধুমিতার ক্য়াপশন। এবার মধুমিতাকে দেখা গেছে বাদামী রঙের ব্রালেটে। সঙ্গে লেদারের শর্ট স্কার্ট। বসে তোলা ছবিতে মধুমিতার চোখে দেখা যাচ্ছে সানগ্লাস। আবার দাঁড়িয়ে তোলা ছবিতে সেই সানগ্লাস উধাও। ক্যাপশনে তাই অভিনেত্রী লিখেছেন, ‘উইথ অর উইথ ইউ’। ওই পোস্টে দুই ব্যক্তিকে ট্যাগও করেছেন মধুমিতা। বোঝা যাচ্ছে, তারাই মধুমিতার মেকআপ করেছেন। এদিকে ছবি দুটো পোস্ট করতেই মধুমিতাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘বিখ্যাত হতে মানুষ কী না করে, উনি তো অর্ধেক কাপড়ই পরেনি।
কেউ আবার লিখেছেন, ‘ওহ, চোখে চশমাও পরেছে। খেয়াল করিনি।’ আবার মধুমিতার পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘নিন্দুকের কথায় কান দিও না। নিন্দুকের কাজই হলো নিন্দা ও সমালোচনা করা। তুমি আরো এগিয়ে যাও। সাহসী রূপে ধরা দাও।’মধুমিতা অবশ্য বরাবরই নিজের শর্তে বাঁচেন। তাই কে কী বলল, তাতে কোনোদিন কান দেন না। তার সর্বশেষ সিনেমা ‘চিনি-২’। যদিও বক্স অফিসে সেই সিনেমা খুব একটা হিট হয়নি। এ ছাড়াও ‘জাতিস্মর’ ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। তুলনামূলক ভাবে ওই ওয়েব সিরিজ বেশ জনপ্রিয় হয়েছিল।