রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

বক্স অফিসে ডেডপুলের রেকর্ড গড়া দাপট

বিনোদন ডেস্ক : / ১৫১ Time View
Update : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

মুক্তির পর বিশ্বজুড়ে বক্স অফিসে দাপটের সঙ্গেই শুরু করেছে হলিউড চলচ্চিত্র ‘ডেডপুল অ্যান্ড উলভারিন।’ বিশ্বব্যাপী রেকর্ড অগ্রিম বুকিং হয়েছে ডেডপুল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটির। প্রথম দিন বিশ্বব্যাপী ছয় কোটি ৪৮ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬০ কোটি ২৫ লাখ টাকা ) আয় দিয়ে শুরু করা সিনেমাটি প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী ৪৩৮ মিলিয়ন ডলার আয় তুলে নিয়েছে যা বাংলাদেশি টাকায় ৫১০০ কোটির উপরে। এখন পর্যন্ত ২০২৪ সালের সবচেয়ে বেশি উদ্বোধনী আয় করা হলিউড চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে এটি। এছাড়াও হলিউড ষষ্ঠ বৃহত্তম উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে। আর রেটেড (প্রাপ্ত বয়স্কদের জন্য) সিনেমা হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয় করা চলচ্চিত্র হয়ে উঠেছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন।’ এদিকে ভারতীয় বক্স অফিসেও বেশ দাপটের সঙ্গে চলছে সিনেমাটি। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ‘ডেডপুল এণ্ড উলভারিন’ প্রথম চার দিনেই ৭২ কোটি রুপি বেশি আয় করে নিয়েছে।
ভারতে ১০০ কোটির ক্লাবে দ্রুত প্রবেশ করবে এটি। বাণিজ্য বিশ্লেষকদের মতে, এ বছর সবচেয়ে বেশি আয় করা হলিউড সিনেমার তালিকায় জায়গা করে নেবে এটি। মুক্তির সঙ্গে পাঁচ দিনের লম্বা ওপেনিং উইকেন্ড পাচ্ছে সিনেমাটি। সঙ্গে মিলছে দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসাও। সুতরাং আয়ে বড়সড় চমক দেখাতে চলেছে সিনেমাটি তা বলাই বাহুল্য। শন লেভির পরিচালনায় ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৪তম এবং ‘ডেডপুল’ সিরিজের তৃতীয় চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস, হিউ জ্যাকম্যান, রেট রিজ, পল ওয়ের্নিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর