রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন

মাগুরা পৌরসভা প্রথম শ্রেণীর হলেও বৃষ্টি নামলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা

লিমন বিশ্বাস , মাগুরা প্রতিনিধি : / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

মাগুরা খুলনা বিভাগের একটি ছোট্ট জেলা। মাগুরাকে বলা হয় দেশের সর্ব প্রথম নিরক্ষর মুক্ত জেলা। এছাড়া মাগুরার উন্নয়নের উপর এবছরই জাতীয় পর্যায়ে জেলা প্রশাসক দুটি পুরস্কার পেয়েছেন। মাগুরা জেলা ৪ টি উপজেলা ও একটি পৌরসভা রয়েছে মাগুরা সদর উপজেলায়। বর্তমানে মাগুরা পৌরসভাটি প্রথম শ্রেণীর পৌরসভা, অথচ একটুখানি বৃষ্টি হলেই শহর জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। সোমবার ১৯ আগস্ট শহরের পুরো এলাকা ঘুরে দেখা যায় যে, শহরের কলেজপাড়া,নতুনবাজার সাহাপাড়া,জজকোর্ট ও সদর থানার সামনে, চোপদারপাড়া, শান্তিবাগ এলাকায় বৃষ্টি পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে জনসাধারণের ভোগান্তি চরম পর্যায়ে পৌছেছে। সাহাপাড়ার কর্মজীবি নারী শিলা রানী বলেন,” বর্ষা কালে আমাদের এলাকায় বসবাস করা খুবই কষ্ট সাধ্য কেননা একবার বৃষ্টি হলেই এলাকায় পানিতে ভারে যায় এর ফলে জনসাধারণের বাজারঘাট স্কুল কলেজ, অফিস আদালত সব কিছুতে যেতে আসতে প্রচুর ভোগান্তি পোহাতে হয়। শান্তিবাগ এলাকার বাসিন্দা বাচ্চু বলেন বলেন, ” বৃষ্টি হলেই মেইন রোডে ড্রেনের নোংরা পানিতে তলিয়ে যায়, বাচ্চা, বৃদ্ধ ও মহিলা সহ সববয়সী মানুষের চলাচলে সৃষ্ট হয় চরম ভোগান্তি, আক্রান্ত হয় নানা পানিবাহী রোগে”। এছাড়া নানা ধরনের রোগ ব্যাধীতেও ভুগে থাকে এলাকাবাসী। আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই।এব্যাপারে মাগুরা পৌরসভায় যোগাযোগ করা হলে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন,”মাগুরা শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা সাধ্যমত চেষ্টা করছি। এজন্য সরকার খুব তাড়াতাড়ি একটা প্রেজেক্ট দাড় করিয়েছেন যা বাস্তবায়ন হলে এর ফলাফল আমরা আগামী ছয় মাসের মধ্যেই দৃশ্যমান দেখতে পাবো। ফলে খুব শীঘ্রই এ জাতীয় সমস্যার একটা সুষ্ঠ সমাধান হবে বলে আমি আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর