নিজস্ব প্রতিবেদক : আগুনে তিগ্রস্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা পরিদর্শন করেছেন বাণিজ্যউপদেষ্টা শেখ বশির উদ্দীন। এ সময় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্যরা তার সঙ্গে ছিলেন। গতকাল রোববার দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে উপদেষ্টা শেখ বশির উদ্দীন সাংবাদিকদের বলেন, আমরা আজ পরিদর্শন করলাম। আগুনের কী পরিমাণ ভয়াবহতা ছিল আপনারা সবাই দেখেছেন। ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থা আন্তরিকতায় গতরাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের চ্যালেঞ্জ ছিল বিমানবন্দর রান করার, সেটিও করেছি। তিনি বলেন, ফাইট শিডিউলে তিগ্রস্ত এয়ারলাইনসের ট্যারিফ আমরা মওকুফ করেছি। পর্যায়ক্রমে সবই স্বাভাবিক হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও কোনো দূর্বলতা বা অবহেলা আছে কি-না সেটি আমাদের আন্তঃমন্ত্রণালয়ের সভায় আলোচনা হবে। এখানে গোয়েন্দা রিপোর্টের ওপরও আমরা গুরুত্ব দেব। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই বলা যাচ্ছে না কী পরিমাণ য়তি হয়েছে। এ সময় বিজিএমইএ ও বিকেএমই নেতারা সরকারি সহায়তা কামনা করেন। প্রসঙ্গত, গত শনিবার দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একইসঙ্গে কাজ করেন নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। ৬ ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আজও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। আগুন লাগার পর সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছিল। তবে আগুন নিয়ন্ত্রেণে আসার পর রাতেই বিমান চলাচল স্বাভাবিক হয়।সব বিমানবন্দরে অগ্নি-নিরাপত্তা জোরদারের তাগিদ : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটি দেশের প্রধান এই বিমানবন্দরসহ সব বন্দর এলাকায় অগ্নি-নিরাপত্তা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের তাগিদ দিয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, বিমানবন্দর দেশের আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহের অন্যতম কেন্দ্র। এখানে অগ্নিকাÐের মতো ঘটনা শুধু পণ্য তির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি দেশের বাণিজ্য পরিবেশ ও বিদেশি উদ্যোক্তাদের আস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, ব্যবসায়ী সমাজ পণ্য আমদানি ও রফতানির জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে অধিকহারে ব্যবহার করে থাকে। এ ধরনের অগ্নিকাÐ স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি করে; যা দেশের সামগ্রিক অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলতে পারে। ডিসিসিআই সভাপতি জানান, সাপ্তাহিক ছুটির কারণে শুক্র ও গত শনিবার কার্গো খালাস প্রক্রিয়া বন্ধ থাকায় অনেক আমদানি-রফতানিযোগ্য পণ্য ভিলেজে জমে ছিল। ফলে অগ্নিকাÐে য়তির পরিমাণ অনেক বড় হতে পারে। তিনি দ্রæত য়তির পূর্ণাঙ্গ মূল্যায়ন করে তিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় তিপূরণের ব্যবস্থা করার আহŸান জানান। তাসকীন আহমেদ বলেন, দেশের ব্যবসায়িক কার্যক্রমকে গতিশীল রাখতে কার্গো ভিলেজে ছুটির দিনেও পণ্য খালাস প্রক্রিয়া চালু রাখা দরকার। এতে বাণিজ্যিক প্রবাহে বাধা কমবে এবং উদ্যোক্তাদের আস্থা বাড়বে। এছাড়া অগ্নিকাÐে আহতদের দ্রæত আরোগ্য কামনা করে ডিসিসিআই সভাপতি সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার আহŸান জানিয়েছেন।
৩ দিন নন-শিডিউলড ফাইটের চার্জ মওকুফ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে তিগ্রস্ত হওয়ায় আগামী তিন দিন নন-শিডিউলড ফাইটের সব ধরনের চার্জ মওকুফ করেছে সরকার। গতকাল রোববার দুপুরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, আগুনের কারণে তিগ্রস্ত হওয়ায় আগামী তিন দিন যেসব নন-শিডিউলড ফাইট আসবে, সেগুলোর সব ধরনের মাশুল ও চার্জ মওকুফ করার বিষয়ে অর্ডার জারি করা হয়েছে। শেখ বশির উদ্দীন সাংবাদিকদের বলেন, আমরা আজ পরিদর্শন করলাম। আগুনের কী পরিমাণ ভয়াবহতা ছিল আপনারা দেখেছেন। ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থা আন্তরিকতায় গত শনিবার ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের চ্যালেঞ্জ ছিল, বিমানবন্দর রান করার; সেটিও করেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও কোনো দূর্বলতা বা অবহেলা আছে কিনা সেটি আমাদের আন্তঃমন্ত্রণালয়ের সভায় আলোচনা হবে। এখানে গোয়েন্দা প্রতিবেদনের ওপরও আমরা গুরুত্ব দেবো। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই বলা যাচ্ছে না কী পরিমাণ য়তি হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একইসঙ্গে কাজ করেন নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। ৬ ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গতকাল রোববারও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। আগুন লাগার পর সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। তবে আগুন নিয়ন্ত্রেণে আসার পর রাতেই বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত বলে সন্দেহ প্রকাশ করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। তারা বলছে, এই অগ্নিকাÐ দেশের শিল্পকারখানা, আমদানি-রফতানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাÐের তি করে জাতীয় অর্থনীতিকে অচল করার একটি নীলনকশার অংশ হতে পারে। গতকাল রোববার সংগঠনের সভাপতি মিজানুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। মিজানুর রহমান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপে তদন্ত কমিটি গঠন করা দরকার। পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন নিশ্চিতের দাবি জানানো হয়েছে। বাকি দাবিগুলোর মধ্যে রযেছে, ব্যবসায়ীদের তি পূরণের পদপে নেওয়া এবং জরুরি ভিত্তিতে আমদানি পণ্যের নির্মাণাধীন গুদাম অস্থায়ীভাবে চালু করা। য়তি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি পণ্যের গুদামে সংরতি সব পণ্য ভস্মীভ‚ত হয়েছে। কিছু পণ্য অবিকৃত দেখা গেলেও তাপ ও ধোঁয়ার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আগুন লাগার পর সিভিল এভিয়েশন কর্তৃপ ও ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করতে অনেকটাই ব্যর্থ।