September 24, 2025, 9:49 pm
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

যুক্তরাষ্ট্রে জাতিসঙ্ঘের অধিবেশনে যোগ দেবেন না মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |সংগৃহীত                                                                                                                                                                                                                                                                                      জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন ৯ সেপ্টেম্বর শুরু হবে। উচ্চস্তরের সাধারণ বিতর্ক ২৩-২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বদলে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার প্রকাশিত সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চস্তরের সাধারণ বিতর্কের জন্য বক্তাদের একটি সংশোধিত অস্থায়ী তালিকা অনুসারে, ভারতের প্রতিনিধিত্ব করবেন একজন ‘মন্ত্রী’। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ২৭ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন।

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন ৯ সেপ্টেম্বর শুরু হবে। উচ্চস্তরের সাধারণ বিতর্ক ২৩-২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩ সেপ্টেম্বর জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে জাতিসঙ্ঘের অধিবেশনে এটি তার প্রথম ভাষণ। ২৬ সেপ্টেম্বর জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ইসরাইল, চীন, পাকিস্তান ও বাংলাদেশের রাষ্ট্র প্রধানদের ভাষণ দেয়ার কথা রয়েছে।

জুলাই মাসে জারি করা পূর্ববর্তী বক্তাদের তালিকা অনুসারে, প্রধানমন্ত্রী মোদির ২৬ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ দেয়ার কথা ছিল। তবে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা সবসময় অস্থায়ী হয়। অর্থাৎ যেকোনো সময় এটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। অধিবেশন শুরুর আগ পর্যন্ত এ তালিকা আপডেট হতে থাকবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফর করেন মোদি। তবে এর কয়েক মাস পরেই মোদির সাথে ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটে। রাশিয়ার জ্বালানি কেনার জন্য ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্কও আরোপ করেন ট্রাম্প। যা দুই দেশের সম্পর্কে ফাটল ধরায়। Sorce:নয়া দিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক